অনলাইন ডেস্ক
রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
ইসরায়েলের সামরিক হামলায় ইরানের পারচিন এলাকার একটি অত্যন্ত গোপন পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। গত অক্টোবরের শেষ দিকে এই হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিন মার্কিন কর্মকর্তা, এক ইসরায়েলি কর্মকর্তা
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে দুটি ফ্লেয়ার (অল্প সময়ের জন্য জ্বলতে থাকা আগুনের গোলা) পড়েছে। গতকাল শনিবার ভূমধ্যসাগর তীরবর্তী ইসরায়েলি শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা
২ ঘণ্টা আগেচীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
১১ ঘণ্টা আগে