অনলাইন ডেস্ক
ইউক্রেনের শহর খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোটের আয়োজন করা হতে পারে। রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক খেরসনে প্রতিষ্ঠিত বেসামরিক প্রশাসন এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে রাশিয়া বলে দাবি দেশটির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া কেবল খেরসনে রাশিয়াপন্থী নেতৃত্ব চাপিয়ে দিতে সফল হয়েছে। তবে রাশিয়া ইউক্রেনে তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খেরসনে রাশিয়ার চাপিয়ে দেওয়া সামরিক-বেসামরিক প্রশাসন ঘোষণা করেছে যে তারা গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালাবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সেখানে (খেরসনে) যদি কোনো ধরনের গণভোটের আয়োজন করা হয়, তবে রাশিয়া ‘প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেন ছাড়ার পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে’ জন্য ফলাফলকে বদলে দেবে।
এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ আগস্টের মাঝামাঝি সময়ে একটি টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারে এবং সম্ভবত চলতি বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, ‘যুদ্ধ আগস্টের শেষার্ধ নাগাদ টার্নিং পয়েন্টে পৌঁছাবে এবং অধিকাংশ সক্রিয় যুদ্ধই এ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। এর ফলে আমরা দনবাস, ক্রিমিয়াসহ আমাদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলোকে আমাদের শক্তি নতুন করে পুনর্বহাল করব।’
কিরিলো বুদানভ দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া হেরে গেলে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটবে, যার প্রস্তুতি এরই মধ্যে চলছে বলেও দাবি করেছেন তিনি।
ইউক্রেনের শহর খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে গণভোটের আয়োজন করা হতে পারে। রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক খেরসনে প্রতিষ্ঠিত বেসামরিক প্রশাসন এই ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ইউক্রেনে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হয়েছে রাশিয়া বলে দাবি দেশটির। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়া কেবল খেরসনে রাশিয়াপন্থী নেতৃত্ব চাপিয়ে দিতে সফল হয়েছে। তবে রাশিয়া ইউক্রেনে তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খেরসনে রাশিয়ার চাপিয়ে দেওয়া সামরিক-বেসামরিক প্রশাসন ঘোষণা করেছে যে তারা গণভোটের মাধ্যমে অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালাবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, সেখানে (খেরসনে) যদি কোনো ধরনের গণভোটের আয়োজন করা হয়, তবে রাশিয়া ‘প্রায় নিশ্চিতভাবেই ইউক্রেন ছাড়ার পক্ষে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে’ জন্য ফলাফলকে বদলে দেবে।
এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ আগস্টের মাঝামাঝি সময়ে একটি টার্নিং পয়েন্টে পৌঁছাতে পারে এবং সম্ভবত চলতি বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল কিরিলো বুদানভ বলেছেন, ‘যুদ্ধ আগস্টের শেষার্ধ নাগাদ টার্নিং পয়েন্টে পৌঁছাবে এবং অধিকাংশ সক্রিয় যুদ্ধই এ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাবে। এর ফলে আমরা দনবাস, ক্রিমিয়াসহ আমাদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলোকে আমাদের শক্তি নতুন করে পুনর্বহাল করব।’
কিরিলো বুদানভ দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া হেরে গেলে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একটি অভ্যুত্থান ঘটবে, যার প্রস্তুতি এরই মধ্যে চলছে বলেও দাবি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেরাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
৩ ঘণ্টা আগেবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
৩ ঘণ্টা আগেইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে