অনলাইন ডেস্ক
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স যাজক এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল রোববারের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।
পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবে বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহরগুলোয় হামলা চালিয়েছে। দুটি গির্জা ও দুটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স চার্চের পুরোহিতকে হত্যা করা হয়েছে। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছে এবং পুলিশ অন্যদের খোঁজ করছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে ইসলামপন্থীদের হামলাস্থল ছিল।
নিহত ১৫ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের নেতা সের্গেই মেলিকভ।
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা লোকজন পুলিশের গাড়িতে গুলি করছে। এরপর জরুরি পরিষেবার গাড়ির একটি কনভয় ঘটনাস্থলে পৌঁছায়।
হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ ছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডারবেন্ট প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।
সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। তার দুই ছেলে রোববারের হামলাকারীদের মধ্যে রয়েছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান। এটি প্রধানত মুসলিম প্রজাতন্ত্র।
২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামে একটি জিহাদি সংগঠন এবং পরে ককেশাসের ইসলামিক এমিরেট, দাগেস্তান এবং প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেটিয়া ও কাবারডিনো-বালকারিয়ায় হামলা চালিয়েছিল।
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি উপাসনালয়, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন পুলিশ, একজন অর্থোডক্স যাজক এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল রোববারের ঘটনা প্রসঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি ট্র্যাজেডির দিন। তিনি বলেছেন, হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘শেষ করা’ হয়েছে।
পেন্টেকস্টের অর্থোডক্স উৎসবে বন্দুকধারীরা ডারবেন্ট এবং মাখাচকালা শহরগুলোয় হামলা চালিয়েছে। দুটি গির্জা ও দুটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স চার্চের পুরোহিতকে হত্যা করা হয়েছে। দাগেস্তানের রাজধানী মাখাচকালায় পুলিশ পোস্টে হামলার ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে ছয়জন মারা গেছে এবং পুলিশ অন্যদের খোঁজ করছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে ইসলামপন্থীদের হামলাস্থল ছিল।
নিহত ১৫ পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দাগেস্তানের নেতা সের্গেই মেলিকভ।
সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ফুটেজে দেখা যায়, গাঢ় পোশাক পরা লোকজন পুলিশের গাড়িতে গুলি করছে। এরপর জরুরি পরিষেবার গাড়ির একটি কনভয় ঘটনাস্থলে পৌঁছায়।
হামলার ফলে ডারবেন্টের সিনাগগে আগুন লেগে যায় বলে স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ ছাড়া গির্জা থেকে ধোঁয়া উঠছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ডারবেন্ট প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।
সেরগোকল গ্রামে পুলিশের গাড়িতে হামলা হয়েছে। মাখাচকালার কাছে সার্গোকালিনস্কি জেলার প্রধান মাগোমেদ ওমরভকে পুলিশ আটক করেছে। তার দুই ছেলে রোববারের হামলাকারীদের মধ্যে রয়েছেন বলে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে।
রাশিয়ার অন্যতম দরিদ্র অঞ্চল দাগেস্তান। এটি প্রধানত মুসলিম প্রজাতন্ত্র।
২০০৭ থেকে ২০১৭ সালের মধ্যে ককেশাস এমিরেট নামে একটি জিহাদি সংগঠন এবং পরে ককেশাসের ইসলামিক এমিরেট, দাগেস্তান এবং প্রতিবেশী রুশ প্রজাতন্ত্র চেচনিয়া, ইঙ্গুশেটিয়া ও কাবারডিনো-বালকারিয়ায় হামলা চালিয়েছিল।
চিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২৯ মিনিট আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
৩ ঘণ্টা আগে