অনলাইন ডেস্ক
ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।
ইউরোপের আল্পস পর্বতমালায় বরফ গলে যাওয়া নিয়ে লম্বা সময় ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ুবিদেরা। সেই উদ্বেগ এবার বাস্তব হয়ে দেখা দিয়েছে। দ্রুত গলছে আল্পস পর্বতমালার বরফ। এরই মধ্যে বরফ গলে গিয়ে দেখা দিয়েছে সবুজ ভূমি। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর আল্পসের হিমবাহ বিগত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গলেছে। হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পর্বতে তুষারপাতের পরিমাণও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। জাতিসংঘের আইপিসিসির জলবায়ু প্রতিবেদন–২০১৯ এ বলা হয়েছে, যদি গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার ক্রমাগত বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যেই আল্পস পর্বতের ৮০ শতাংশ হিমবাহ গলে যাবে।
এদিকে, পর্বতের হিমবাহ গলে সমতল ভূমি দেখা দেওয়ায় দেখা দিয়েছে ব্যতিক্রমী এক সংকট। এ সংকট ইতালি এবং সুইজারল্যান্ডের সীমান্ত নিয়ে। হিমবাহ থাকাকালীন যে সীমান্ত ছিল সমতল ভূমি দেখা দেওয়ার পর দুই দেশের মধ্যে আগের সীমান্ত থাকবে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, থিওডুল হিমবাহ দ্রুত গলছে। এতে ইতালির আওস্তা উপত্যকায় সুইজারল্যান্ড সীমান্তে সীমান্তরেখার কাছে পানি প্রবাহিত হওয়ার পথ পরিবর্তন করতে হয়েছে। এগিয়ে গিয়েছে ভ্রমণকারীদের জন্য নির্মিত রিফুজিও গাইড ডেল কার্ভিনোর দিকে। যা সুইজারল্যান্ডে অবস্থিত। তবে হিমবাহ গলে যাওয়ায় সেই পানি প্রবাহের পথ পরিবর্তিত হওয়া তা কোন দেশের আওতায় পড়বে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এর আগে, ২০১৮ সালে ইতালি–সুইজারল্যান্ড সীমান্ত নিয়ে শুরু হওয়া সংলাপে কূটনীতিক সমাধান এলেও এখনো সমাধান বাস্তবায়িত হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৯ মিনিট আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২ ঘণ্টা আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তাঁর দ্বিতীয় মেয়াদ। এই মেয়াদে তিনি হোয়াইট হাউসে তাঁর প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছেন ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটকে। গণমাধ্যম ব্যক্তিত্ব লেভিট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী। মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের প্রতিবেদ
২ ঘণ্টা আগে