অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির সব মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রেসিডেনশিয়াল আদেশ জারি করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন বিষয়টি জানিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
জেলেনস্কির জারি করা প্রেসিডেনশিয়াল আদেশে পুতিন ছাড়াও যেসব ব্যক্তিকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁরা হলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন, দেশটির সব উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী এবং রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের নিকোলাই পাত্রুশেভ।
নতুন আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে আরোপকৃত ব্যক্তিদের ইউক্রেনে থেকে যাওয়া সম্পদ জব্দ করা, ইউক্রেনে তাদের প্রবেশাধিকার বাতিল করাসহ সব ধরনের কূটনৈতিক সুবিধা বাতিল করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এখনো দনবাসের গুরুত্বপূর্ণ কিছু শহরের দখল ধরে রেখেছে। তিনি বলেছেন, ‘সেভেরোদনেৎস্ক, লিসিশানস্কসহ দনবাসের বেশ কিছু শহরকে দখলদারেরা টার্গেটে রেখেছে, সেগুলো আমরা এখনো ধরে রেখেছি।’ তিনি আরও বলেন, ‘জাপোরিঝিয়ায়ও আমরা একটি নির্দিষ্ট পরিমাণ এলাকা নিয়ন্ত্রণ করছি।...আমরা মাইকোলাইভের দিকেও অগ্রসর হওয়া চেষ্টা করছি।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির সব মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রেসিডেনশিয়াল আদেশ জারি করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন বিষয়টি জানিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
জেলেনস্কির জারি করা প্রেসিডেনশিয়াল আদেশে পুতিন ছাড়াও যেসব ব্যক্তিকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁরা হলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন, দেশটির সব উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী এবং রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের নিকোলাই পাত্রুশেভ।
নতুন আরোপিত এই নিষেধাজ্ঞার কারণে আরোপকৃত ব্যক্তিদের ইউক্রেনে থেকে যাওয়া সম্পদ জব্দ করা, ইউক্রেনে তাদের প্রবেশাধিকার বাতিল করাসহ সব ধরনের কূটনৈতিক সুবিধা বাতিল করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এখনো দনবাসের গুরুত্বপূর্ণ কিছু শহরের দখল ধরে রেখেছে। তিনি বলেছেন, ‘সেভেরোদনেৎস্ক, লিসিশানস্কসহ দনবাসের বেশ কিছু শহরকে দখলদারেরা টার্গেটে রেখেছে, সেগুলো আমরা এখনো ধরে রেখেছি।’ তিনি আরও বলেন, ‘জাপোরিঝিয়ায়ও আমরা একটি নির্দিষ্ট পরিমাণ এলাকা নিয়ন্ত্রণ করছি।...আমরা মাইকোলাইভের দিকেও অগ্রসর হওয়া চেষ্টা করছি।’
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
১ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৩ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগে