অনলাইন ডেস্ক
পূর্বাঞ্চলের পর রুশ বাহিনীর কাছ থেকে এবার দক্ষিণের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ অক্টোবর) ইউক্রেনের বাহিনী দেশটির দক্ষিণে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিনিপ্রো নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড দাবি করেছে, তাঁরা ৩১টি রুশ ট্যাংক ও কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করেছে। এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে সদ্য পুনর্দখল করা লাইমান শহরে ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি সামরিক পরিবহন নিয়ে আসা হয়েছে। কারণ দনবাস অঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার জন্য লাইমান গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ‘বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা স্বাধীন হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্টে যুদ্ধ চলছে।’
লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই জানান, রুশ বাহিনী সোয়াতোভো শহরের একটি হাসপাতাল দখল করেছে। লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহর পুনর্দখলের পথে এই স্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো জানিয়েছেন, দিনিপ্রো নদীর পশ্চিম উপকূলের শহর দাদশেনি পুনর্দখল করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের সদস্য সের্হেই খলান আরও চারটি গ্রাম পুনর্দখলের কথা জানান।
দিনিপ্রোর পশ্চিম উপকূলে অবস্থানরত ২৫ হাজার রুশ সেনার সরঞ্জাম সরবরাহ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে এই অঞ্চলের মূল সেতুগুলো ধ্বংস করা হয়েছে। ফলে নদী পার হওয়ার বিকল্প ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে সেনারা।
কিয়েভের বাহিনী খুব শিগগির দিনিপ্রো নদীর তীরে অবস্থানরত রুশ বাহিনীকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, রিজার্ভ সেনা সমাবেশ, চার অঞ্চলে গণভোট ও নিজেদের অংশ হিসেবে দাবি করার মতো এত কিছু করেও খুব বড় বিজয়ের খবর দিতে পারছে না রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যে অবস্থানে ছিল রাশিয়া, সে তুলনায় রণকৌশলে অনেকটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
পূর্বাঞ্চলের পর রুশ বাহিনীর কাছ থেকে এবার দক্ষিণের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৩ অক্টোবর) ইউক্রেনের বাহিনী দেশটির দক্ষিণে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে দিনিপ্রো নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় অপারেশনাল কমান্ড দাবি করেছে, তাঁরা ৩১টি রুশ ট্যাংক ও কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস করেছে। এই তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
তবে সদ্য পুনর্দখল করা লাইমান শহরে ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি সামরিক পরিবহন নিয়ে আসা হয়েছে। কারণ দনবাস অঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার জন্য লাইমান গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ‘বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা স্বাধীন হয়েছে। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্টে যুদ্ধ চলছে।’
লুহানস্কের গভর্নর সের্হেই গাইদাই জানান, রুশ বাহিনী সোয়াতোভো শহরের একটি হাসপাতাল দখল করেছে। লিসিচানস্ক ও সেভেরোদনেৎস্ক শহর পুনর্দখলের পথে এই স্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তিনি।
এ ছাড়া খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো জানিয়েছেন, দিনিপ্রো নদীর পশ্চিম উপকূলের শহর দাদশেনি পুনর্দখল করেছে ইউক্রেন। খেরসনের আঞ্চলিক কাউন্সিলের সদস্য সের্হেই খলান আরও চারটি গ্রাম পুনর্দখলের কথা জানান।
দিনিপ্রোর পশ্চিম উপকূলে অবস্থানরত ২৫ হাজার রুশ সেনার সরঞ্জাম সরবরাহ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। ইতিমধ্যে এই অঞ্চলের মূল সেতুগুলো ধ্বংস করা হয়েছে। ফলে নদী পার হওয়ার বিকল্প ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয়েছে সেনারা।
কিয়েভের বাহিনী খুব শিগগির দিনিপ্রো নদীর তীরে অবস্থানরত রুশ বাহিনীকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।
পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি, রিজার্ভ সেনা সমাবেশ, চার অঞ্চলে গণভোট ও নিজেদের অংশ হিসেবে দাবি করার মতো এত কিছু করেও খুব বড় বিজয়ের খবর দিতে পারছে না রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর যে অবস্থানে ছিল রাশিয়া, সে তুলনায় রণকৌশলে অনেকটা পিছিয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
৩ ঘণ্টা আগেঝাড়খন্ডের মাদ্রাসাগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ রোববার রাজ্যের বোকারোতে নির্বাচনী জনসভায় তিনি এ অভিযোগ করেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
৪ ঘণ্টা আগেইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। আজ রোববার বৈরুতের কেন্দ্রস্থলে রাস আল-নাবা এলাকায় আরব সোশ্যালিস্ট বাথ পার্টির একটি ভবনে হামলা হয়। আরব সোশ্যালিস্ট বাথ পার্টির মহাসচিব আলি হিজাজি আল মায়াদিনকে নিশ্চিত করেছেন, হামলার সময় আফিফ ওই ভবনে ছিলেন।
৪ ঘণ্টা আগেআশঙ্কা করা হয়, অচিরেই পৃথিবীতে ষষ্ঠ মহা বিলুপ্তির কাল আসবে। তবে বিখ্যাত প্রাইমাটোলজিস্ট এবং সংরক্ষণবাদী জেন গুডঅল সতর্ক করেছেন, সেই মহা বিলুপ্তির কাল ভবিষ্যতে ঘটবে এমন নয়, বরং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে