অনলাইন ডেস্ক
১৯৭২ সালের জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পিকে নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে বার্লিন। ভয়াবহ সেই ঘটনার ৫০ বছর পর জার্মানির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্লিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের সময় ফিলিস্তিনের ৮ স্বাধীনতাকামী ১১ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হত্যা করে। সম্প্রতি জার্মান সরকারের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবের সঙ্গে ঐকমত্য পোষণ করে।
এই বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবেস্ট্রেট বলেছেন, ‘এই সম্মতির অর্থ হলো—ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার যারা আগে বলেছিল যে, তাঁরা আগামী সোমবার মিউনিখে ১৯৭২ সালের অলিম্পিকে নিহত ইসরায়েলিদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি বয়কট করবে, তারা এবার সেই অনুষ্ঠানে যোগ দেবে।’
এ বিষয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা উভয়ই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে এই বিষয়টি জানাচ্ছি যে, আমরা ঐতিহাসিক একটি বিষয়ে নিজেদের মধ্যে স্পষ্ট করে নিয়েছি, এর স্বীকৃতি দিয়েছি এবং ক্ষতিপূরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তি সব ক্ষত নিরাময় করতে পারে না। তবে এটি একে অপরের জন্য একটি দরজা খুলে দেয়। এই চুক্তির মাধ্যমে জার্মান রাষ্ট্র ওই ঘটনায় নিহত ব্যক্তি ও তাদের স্বজনদের যে ভয়াবহ কষ্ট হয়েছে সেই বিষয়ে তার দায় স্বীকার করে নিচ্ছে।’
এই চুক্তির আওতায় জার্মানি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের ঘটনায় নিহতদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো প্রদান করবে। একই সঙ্গে এই ঘটনার বিষয়ে যাবতীয় নথিপত্র উন্মুক্ত করবে জার্মানি।
এদিকে, জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি বলেছেন, ‘আমি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বিশেষ করে এই ঘটনার দায় স্বীকার এবং মিউনিখ গণহত্যার শিকারদের পরিবারের প্রতি ঐতিহাসিক অবিচারের জন্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’
১৯৭২ সালের জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত অলিম্পিকে নিহত ইসরায়েলি নাগরিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে বার্লিন। ভয়াবহ সেই ঘটনার ৫০ বছর পর জার্মানির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্লিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ বুধবার জার্মান সরকারের এক মুখপাত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের সময় ফিলিস্তিনের ৮ স্বাধীনতাকামী ১১ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হত্যা করে। সম্প্রতি জার্মান সরকারের ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবের সঙ্গে ঐকমত্য পোষণ করে।
এই বিষয়ে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবেস্ট্রেট বলেছেন, ‘এই সম্মতির অর্থ হলো—ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার যারা আগে বলেছিল যে, তাঁরা আগামী সোমবার মিউনিখে ১৯৭২ সালের অলিম্পিকে নিহত ইসরায়েলিদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানটি বয়কট করবে, তারা এবার সেই অনুষ্ঠানে যোগ দেবে।’
এ বিষয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা উভয়ই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে এই বিষয়টি জানাচ্ছি যে, আমরা ঐতিহাসিক একটি বিষয়ে নিজেদের মধ্যে স্পষ্ট করে নিয়েছি, এর স্বীকৃতি দিয়েছি এবং ক্ষতিপূরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘চুক্তি সব ক্ষত নিরাময় করতে পারে না। তবে এটি একে অপরের জন্য একটি দরজা খুলে দেয়। এই চুক্তির মাধ্যমে জার্মান রাষ্ট্র ওই ঘটনায় নিহত ব্যক্তি ও তাদের স্বজনদের যে ভয়াবহ কষ্ট হয়েছে সেই বিষয়ে তার দায় স্বীকার করে নিচ্ছে।’
এই চুক্তির আওতায় জার্মানি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকের ঘটনায় নিহতদের জন্য ক্ষতিপূরণ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো প্রদান করবে। একই সঙ্গে এই ঘটনার বিষয়ে যাবতীয় নথিপত্র উন্মুক্ত করবে জার্মানি।
এদিকে, জার্মানির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। তিনি বলেছেন, ‘আমি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বে জার্মান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বিশেষ করে এই ঘটনার দায় স্বীকার এবং মিউনিখ গণহত্যার শিকারদের পরিবারের প্রতি ঐতিহাসিক অবিচারের জন্য ক্ষতিপূরণ প্রদানের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই।’
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে