অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। এবং পশ্চিমারা যে অবরোধ আরোপ করেছে তার মাধ্যমে রাশিয়ার উন্নয়নকে পেছন দিকে ঠেলে দিতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও ভাষণে পুতিন এসব কথা বলেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো দফায় দফায় রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ আরোপ করে। এর মাধ্যমে রাশিয়াকে বিশ্ব বাণিজ্য থেকে একঘরে করে ফেলার প্রয়াস পায় পশ্চিমা বিশ্ব। ফলে বিশ্বের উচ্চ প্রযুক্তি, বিমান নির্মাণের প্রয়োজনীয় পার্টস লাভেও ব্যর্থ রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের অবরোধের ফলে, রাশিয়াও জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমানোর মাধ্যমে বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে।
পুতিন তাঁর ভাষণে বলেন, ‘কেবল বিধিনিষেধ নয় বিদেশি হাই-টেক পণ্যগুলোতে আমাদের প্রবেশাধিকার প্রায় সম্পূর্ণরূপে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবেই আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
পুতিন আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা আমাদের দেশকে এই অস্থির অবস্থায় ফেলে রেখে যাব না। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ধারণা করে থাকে, আমরা কয়েক যুগ পিছিয়ে যাব। কিন্তু না, কখনোই না।’
এ সময় পুতিন আরও বলেন, রাশিয়া তাঁর নিজস্ব প্রযুক্তি এবং প্রযুক্তি শিল্প তৈরি করবে। পুতিনের কথার সুর ধরে দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, ‘রাশিয়ার প্রযুক্তি খাতকে সহায়তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু সরকারি খাত থেকে ১ রুবল বিনিয়োগ করা হলে বেসরকারি খাত থেকে করতে হবে অন্তত ৩ রুবল বিনিয়োগ করতে হবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। এবং পশ্চিমারা যে অবরোধ আরোপ করেছে তার মাধ্যমে রাশিয়ার উন্নয়নকে পেছন দিকে ঠেলে দিতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার স্থানীয় সময় সোমবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও ভাষণে পুতিন এসব কথা বলেন।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্বের দেশগুলো দফায় দফায় রাশিয়ার ওপর নানা ধরনের অবরোধ আরোপ করে। এর মাধ্যমে রাশিয়াকে বিশ্ব বাণিজ্য থেকে একঘরে করে ফেলার প্রয়াস পায় পশ্চিমা বিশ্ব। ফলে বিশ্বের উচ্চ প্রযুক্তি, বিমান নির্মাণের প্রয়োজনীয় পার্টস লাভেও ব্যর্থ রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের অবরোধের ফলে, রাশিয়াও জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ কমানোর মাধ্যমে বিশ্ব বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে।
পুতিন তাঁর ভাষণে বলেন, ‘কেবল বিধিনিষেধ নয় বিদেশি হাই-টেক পণ্যগুলোতে আমাদের প্রবেশাধিকার প্রায় সম্পূর্ণরূপে ইচ্ছাকৃতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই নিষেধাজ্ঞা ইচ্ছাকৃতভাবেই আমাদের দেশের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।’
পুতিন আরও বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। কিন্তু আমরা হাল ছাড়ছি না, আমরা আমাদের দেশকে এই অস্থির অবস্থায় ফেলে রেখে যাব না। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ধারণা করে থাকে, আমরা কয়েক যুগ পিছিয়ে যাব। কিন্তু না, কখনোই না।’
এ সময় পুতিন আরও বলেন, রাশিয়া তাঁর নিজস্ব প্রযুক্তি এবং প্রযুক্তি শিল্প তৈরি করবে। পুতিনের কথার সুর ধরে দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, ‘রাশিয়ার প্রযুক্তি খাতকে সহায়তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু সরকারি খাত থেকে ১ রুবল বিনিয়োগ করা হলে বেসরকারি খাত থেকে করতে হবে অন্তত ৩ রুবল বিনিয়োগ করতে হবে।’
ইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেওমরাহ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার জনকে আমন্ত্রণ জানাচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আজ সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
৫ ঘণ্টা আগে