অনলাইন ডেস্ক
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন।
বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান।
পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন।
এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করতে ইসরায়েল আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিকেল টিম পাঠাবে। এটি উদ্বাস্তুদের চিকিৎসা দেবে।
অন্যদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, বেনেট পুতিনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সে সময় বেনেট পুতিনকে কী বিষয়ে বলবেন, তার সারসংক্ষেপ তিনি মাখোঁকে জানিয়েছেন।
এর আগে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আগ্রহের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, বেনেট মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই সংকট নিরসনে কাজ করছেন।
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গতকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে, বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন।
বেনেটের মুখপাত্র জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর, বেনেট জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে আলোচনার জন্য বার্লিনে চলে যান।
পুতিনের সঙ্গে বৈঠকের সময় বেনেটের সঙ্গে ছিলেন তাঁর ইউক্রেনীয় বংশোদ্ভূত আবাসনমন্ত্রী জিভ এলকিন।
এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করতে ইসরায়েল আগামী সপ্তাহে ইউক্রেনে মেডিকেল টিম পাঠাবে। এটি উদ্বাস্তুদের চিকিৎসা দেবে।
অন্যদিকে ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, বেনেট পুতিনের সঙ্গে আলোচনা করতে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছেন। সে সময় বেনেট পুতিনকে কী বিষয়ে বলবেন, তার সারসংক্ষেপ তিনি মাখোঁকে জানিয়েছেন।
এর আগে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করার আগ্রহের কথা জানিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা জানিয়েছেন, বেনেট মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে এই সংকট নিরসনে কাজ করছেন।
২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
২ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
২ ঘণ্টা আগেবিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দর প্যানকিন এই তথ্য জানিয়েছেন। ইন্দোনেশিয়ার পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডও এই মর্যাদা পেয়েছে। তবে শেষোক্ত দেশ দুটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রুশ
৩ ঘণ্টা আগেগতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
৪ ঘণ্টা আগে