অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোল শহরের একটি অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে অবশেষে ১০০ জন বেসামরিক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় গতকাল রোববার এ অপসারণ কার্যক্রম শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল টুইটার পোস্টে বলেছেন, ‘১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সোমবার (আজ) ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছাবে।’
এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজভস্তাল ইস্পাত কারখানায় অপসারণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।’
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে ৮০ জন বেসামরিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। অপসারণ করা ব্যক্তিদের মধ্যে যারা কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে চেয়েছেন তাদের জাতিসংঘ ও আইসিআরসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আল জাজিরা আরও জানিয়েছে, জাতিসংঘ এ পর্যন্ত মারিউপোল থেকে কতজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে, তা জানায়নি। উভয় পক্ষের (ইউক্রেন ও রাশিয়ার) পরিসংখ্যানে কেন ভিন্নতা, তা তাৎক্ষণিকভাবে আল জাজিরার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
জাতিসংঘের মুখপাত্র স্যাভিয়ানো আব্রেউ নিশ্চিত করেছেন যে জাতিসংঘ, আইসিআরসি এবং সংঘাতে জড়িত উভয় পক্ষের সমন্বয়ে আজভস্তালে একটি নিরাপদ অপসারণ অভিযান চলছে। স্যাভিয়ানো আব্রেউ বলেছেন, উদ্ধারকৃতদের মারিউপোল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমের শহর জাপোরিঝিয়ায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
স্যাভিয়ানো আব্রেউ আরও বলেন, এখানে প্রায় দুই মাস ধরে অনেক নারী, শিশু ও বৃদ্ধ মানুষ আটকা পড়ে আছেন। প্রথমে তাদের সরিয়ে নেওয়া হবে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে মানসিক চিকিৎসাসহ অন্যান্য মানবিক সেবা দেওয়া হবে। এই মুহূর্তে যেহেতু অপসারণ অভিযান চলছে, তাই এর বেশি কিছু এখন বলা উচিত নয়। এতে বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন হতে পারে।
অবরুদ্ধ মারিউপোলে এখনো প্রায় ১ লাখ মানুষ আটকা পড়ে আছে। ইউক্রেনের ১২তম ন্যাশনাল গার্ড ব্রিগেডের কমান্ডার ডেনিস শ্লেহা গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আজভস্তাল প্ল্যান্টে অন্তত ২০টি শিশুসহ কয়েক শ বেসামরিক মানুষ বাংকারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সব মানুষকে সরিয়ে নিতে এ রকম আরও অন্তত দুটি অপসারণ কার্যক্রম চালাতে হবে।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই মাস পেরিয়ে গেছে। কৌশলগত কারণে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানা রুশ বাহিনীর মারাত্মক অবরোধের মুখে পড়েছে।
ইউক্রেনের মারিউপোল শহরের একটি অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে অবশেষে ১০০ জন বেসামরিক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় গতকাল রোববার এ অপসারণ কার্যক্রম শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল টুইটার পোস্টে বলেছেন, ‘১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সোমবার (আজ) ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছাবে।’
এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজভস্তাল ইস্পাত কারখানায় অপসারণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।’
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে ৮০ জন বেসামরিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। অপসারণ করা ব্যক্তিদের মধ্যে যারা কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে চেয়েছেন তাদের জাতিসংঘ ও আইসিআরসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আল জাজিরা আরও জানিয়েছে, জাতিসংঘ এ পর্যন্ত মারিউপোল থেকে কতজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে, তা জানায়নি। উভয় পক্ষের (ইউক্রেন ও রাশিয়ার) পরিসংখ্যানে কেন ভিন্নতা, তা তাৎক্ষণিকভাবে আল জাজিরার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
জাতিসংঘের মুখপাত্র স্যাভিয়ানো আব্রেউ নিশ্চিত করেছেন যে জাতিসংঘ, আইসিআরসি এবং সংঘাতে জড়িত উভয় পক্ষের সমন্বয়ে আজভস্তালে একটি নিরাপদ অপসারণ অভিযান চলছে। স্যাভিয়ানো আব্রেউ বলেছেন, উদ্ধারকৃতদের মারিউপোল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমের শহর জাপোরিঝিয়ায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
স্যাভিয়ানো আব্রেউ আরও বলেন, এখানে প্রায় দুই মাস ধরে অনেক নারী, শিশু ও বৃদ্ধ মানুষ আটকা পড়ে আছেন। প্রথমে তাদের সরিয়ে নেওয়া হবে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে মানসিক চিকিৎসাসহ অন্যান্য মানবিক সেবা দেওয়া হবে। এই মুহূর্তে যেহেতু অপসারণ অভিযান চলছে, তাই এর বেশি কিছু এখন বলা উচিত নয়। এতে বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন হতে পারে।
অবরুদ্ধ মারিউপোলে এখনো প্রায় ১ লাখ মানুষ আটকা পড়ে আছে। ইউক্রেনের ১২তম ন্যাশনাল গার্ড ব্রিগেডের কমান্ডার ডেনিস শ্লেহা গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আজভস্তাল প্ল্যান্টে অন্তত ২০টি শিশুসহ কয়েক শ বেসামরিক মানুষ বাংকারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সব মানুষকে সরিয়ে নিতে এ রকম আরও অন্তত দুটি অপসারণ কার্যক্রম চালাতে হবে।
ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই মাস পেরিয়ে গেছে। কৌশলগত কারণে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানা রুশ বাহিনীর মারাত্মক অবরোধের মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৩ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৫ ঘণ্টা আগে