অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের ১২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছেন অন্তত পাঁচ লাখ শ্রমিক। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা, স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অচল হয়ে পড়েছে জনজীবন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, গতকাল বুধবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। ব্রিটেনের শ্রমিক সংগঠন ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) বলেছে, ২০১১ সালের পর এত বড় ধর্মঘট আর হয়নি। ইউরোপের মানুষ জীবনযাপনের ব্যয় মেটাতে না পেরে ধর্মঘটে নেমেছে।
গত মঙ্গলবার ফ্রান্সে ১০ লাখ ২৭ হাজারেও বেশি মানুষ পেনশন সংস্কারসহ নানা দাবিতে রাস্তায় নেমে এসেছিল। এর পরদিন থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে নজিরবিহীন ধর্মঘট।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেতন বাড়ানোকে ‘যুক্তিসংগত’ বলেছেন। তবে তিনি একই সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা বিপন্ন হবে।’
তবে শ্রমিক সংগঠনগুলো কোটিপতি সুনাককে কম বেতন, অনিরাপদ কাজ ও লাগামছাড়া খরচের চ্যালেঞ্জিং শ্রমিকজীবনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে।
ধর্মঘটে যোগ দিয়েছেন বিপুলসংখ্যক শিক্ষক, ট্রেনচালক, উড়োজাহাজের কর্মী, সমুদ্রবন্দরের শ্রমিক ও সীমান্ত বাহিনীর কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকালের ধর্মঘটে অন্তত তিন লাখ শিক্ষক যোগ দিয়েছিলেন।
লন্ডনের ৫৭ বছর বয়সী শিক্ষক নাইজেল অ্যাডামস বলেছেন, ‘কাজের চাপ বাড়তেই থাকে, বাড়তেই থাকে...আর মুদ্রাস্ফীতির সঙ্গে আমাদের বেতন কমতেই থাকে কমতেই থাকে। এভাবে চলা যায় না। আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’
এদিকে ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা করেছে। এর প্রতিবাদে মঙ্গলবারে দেড় লাখেরও বেশি মানুষ রাজপথে নেমে আসেন। এতে যোগ দিয়েছে দেশটির বাম সংগঠনগুলোর আটটি ইউনিয়ন।
কট্টর বামপন্থী নেতা জ্যঁ লুক মেলেসোঁ বিবিসিকে বলেছেন, ‘মাখোঁর পরাজয় সুনিশ্চিত। কেউ চায় না তাঁর এই বিল পাস হোক। দিন যাচ্ছে, এই বিলের বিপক্ষে মানুষের সংখ্যা বাড়ছে।’
যুক্তরাজ্যের ১২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট চলছে। মজুরি বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছেন অন্তত পাঁচ লাখ শ্রমিক। ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা, স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। অচল হয়ে পড়েছে জনজীবন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, গতকাল বুধবার থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট। ব্রিটেনের শ্রমিক সংগঠন ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) বলেছে, ২০১১ সালের পর এত বড় ধর্মঘট আর হয়নি। ইউরোপের মানুষ জীবনযাপনের ব্যয় মেটাতে না পেরে ধর্মঘটে নেমেছে।
গত মঙ্গলবার ফ্রান্সে ১০ লাখ ২৭ হাজারেও বেশি মানুষ পেনশন সংস্কারসহ নানা দাবিতে রাস্তায় নেমে এসেছিল। এর পরদিন থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে নজিরবিহীন ধর্মঘট।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বেতন বাড়ানোকে ‘যুক্তিসংগত’ বলেছেন। তবে তিনি একই সঙ্গে সবাইকে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে বেতন বাড়ালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা বিপন্ন হবে।’
তবে শ্রমিক সংগঠনগুলো কোটিপতি সুনাককে কম বেতন, অনিরাপদ কাজ ও লাগামছাড়া খরচের চ্যালেঞ্জিং শ্রমিকজীবনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছে।
ধর্মঘটে যোগ দিয়েছেন বিপুলসংখ্যক শিক্ষক, ট্রেনচালক, উড়োজাহাজের কর্মী, সমুদ্রবন্দরের শ্রমিক ও সীমান্ত বাহিনীর কর্মীরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকালের ধর্মঘটে অন্তত তিন লাখ শিক্ষক যোগ দিয়েছিলেন।
লন্ডনের ৫৭ বছর বয়সী শিক্ষক নাইজেল অ্যাডামস বলেছেন, ‘কাজের চাপ বাড়তেই থাকে, বাড়তেই থাকে...আর মুদ্রাস্ফীতির সঙ্গে আমাদের বেতন কমতেই থাকে কমতেই থাকে। এভাবে চলা যায় না। আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’
এদিকে ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা করেছে। এর প্রতিবাদে মঙ্গলবারে দেড় লাখেরও বেশি মানুষ রাজপথে নেমে আসেন। এতে যোগ দিয়েছে দেশটির বাম সংগঠনগুলোর আটটি ইউনিয়ন।
কট্টর বামপন্থী নেতা জ্যঁ লুক মেলেসোঁ বিবিসিকে বলেছেন, ‘মাখোঁর পরাজয় সুনিশ্চিত। কেউ চায় না তাঁর এই বিল পাস হোক। দিন যাচ্ছে, এই বিলের বিপক্ষে মানুষের সংখ্যা বাড়ছে।’
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে