অনলাইন ডেস্ক
রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে এমন ডামাডোলের মধ্যেই পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা সেই অঞ্চল খালি করার ঘোষণা দিয়েছে। রাশিয়া সমর্থিত ওই বিদ্রোহীরা স্থানীয় বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার উদ্দেশে পাঠিয়ে দেবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক এবং লুহানস্কের বিদ্রোহীরা এ ঘোষণা দেয়।
ইউক্রেন সরকার দেশটির বিতর্কিত ডনবাসে অস্ত্রবিরতি ভঙ্গ করে সেখানে গোলা বর্ষণ করেছে এমন ঘটনার পরপরই এই ঘোষণা এল স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এবং দনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রধানদের পক্ষ থেকে।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘যারা রাশিয়ায় যাবে রাশিয়া তাঁদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সম্মত হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের আগে সরিয়ে নিতে হবে।’ লুহানস্ক, একই রকম ঘোষণা দিয়েছে।
পূর্ব ইউক্রেনের ওই দুটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েক লক্ষ বেসামরিক নাগরিক বসবাস করেন। এদের বেশির ভাগই রাশিয়ান ভাষাভাষী ও অনেককে ইতিমধ্যেই রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে।
এ দিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলমান সংকট নিরসনে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আগামী সপ্তাহে ইউরোপের যেকোনো একটি দেশে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। তবে কোনো পক্ষই বৈঠকের তারিখ জানায়নি।
রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে এমন ডামাডোলের মধ্যেই পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীরা সেই অঞ্চল খালি করার ঘোষণা দিয়েছে। রাশিয়া সমর্থিত ওই বিদ্রোহীরা স্থানীয় বেসামরিক বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার উদ্দেশে পাঠিয়ে দেবে। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দনেৎস্ক এবং লুহানস্কের বিদ্রোহীরা এ ঘোষণা দেয়।
ইউক্রেন সরকার দেশটির বিতর্কিত ডনবাসে অস্ত্রবিরতি ভঙ্গ করে সেখানে গোলা বর্ষণ করেছে এমন ঘটনার পরপরই এই ঘোষণা এল স্বঘোষিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এবং দনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর প্রধানদের পক্ষ থেকে।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত দনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘যারা রাশিয়ায় যাবে রাশিয়া তাঁদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতে সম্মত হয়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের আগে সরিয়ে নিতে হবে।’ লুহানস্ক, একই রকম ঘোষণা দিয়েছে।
পূর্ব ইউক্রেনের ওই দুটি বিদ্রোহী-নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েক লক্ষ বেসামরিক নাগরিক বসবাস করেন। এদের বেশির ভাগই রাশিয়ান ভাষাভাষী ও অনেককে ইতিমধ্যেই রাশিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে।
এ দিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তিনি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চলমান সংকট নিরসনে আলোচনার জন্য প্রস্তুত। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চলাকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আগামী সপ্তাহে ইউরোপের যেকোনো একটি দেশে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। তবে কোনো পক্ষই বৈঠকের তারিখ জানায়নি।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৮ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৮ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৯ ঘণ্টা আগে