অনলাইন ডেস্ক
জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার।
বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’
জার্মানিকতে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর কারণে সরকারের তরফ থেকে ব্যবহারকারীদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই ক্ষতিপূরণ ন্যায্যভাবে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। দেশটির প্রধান ছয়টি শহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার জার্মানির ছয়টি শহরে সরকারঘোষিত জ্বালানি ত্রাণের ন্যায্য বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। জ্বালানির ক্রমবর্ধমান মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির রাজধানী বার্লিন এবং দেশটির অন্যান্য শহর ডুসেলডর্ফ, হ্যানোভার, স্টুটগার্ট, ড্রেসডেন ও ফ্রাংকফুর্টে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে মূল্যস্ফীতি কমানো থেকে শুরু করে পারমাণবিক শক্তি বন্ধ করা এবং দরিদ্রদের জন্য জ্বালানি খাতে আরও ভর্তুকি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও পোস্টার।
বিক্ষোভের আয়োজক গ্রিনপিস নামের একটি সংস্থা দাবি করেছে, বিক্ষোভে অন্তত ২৪ হাজার মানুষ উপস্থিত ছিল। তবে পুলিশের দাবি, রাজধানী বার্লিনে মাত্র ১ হাজার ৮০০ লোক বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ আয়োজনকারী গোষ্ঠীগুলোর নেতা আন্দ্রেয়া কোসিস বলেছেন, ‘আমরা দেখাতে চাই যে, নাগরিকদের জন্য জরুরিভাবে সামাজিকভাবে ভারসাম্যপূর্ণ আর্থিক সহায়তা প্রয়োজন। সরকার অনেক কিছু করছে, তবে তাদের সহায়তা বণ্টনের বিষয়ে ছোট বোতল দিয়ে তৃষ্ণার্তদের পানি পান করানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘ধনীদের চেয়ে নিম্ন আয়ের লোকদের বেশি সহায়তা প্রয়োজন।’
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৫ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
৬ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
৬ ঘণ্টা আগে