অনলাইন ডেস্ক
চীন সফরে রয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। সফরে ওলাফ শুলজ রাশিয়াকে থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ওলাফ শুলজ বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকি দায়িত্বজ্ঞানহীন এবং অত্যন্ত বিপজ্জনক ছিল—এ বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের রাশিয়া আক্রমণের বিরুদ্ধে নিন্দা জানানো অস্বীকৃতি জানিয়েছেন সি চিন পিং। তবে তিনি বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত শান্তিপূর্ণভাবে সংকটের অবসান ঘটানো এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধিতা করা।
বিবিসি বলছে, সি চিন পিং-এর ক্ষমতা পাকাপোক্ত হওয়ার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের এ সফর জার্মানি এবং ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। ওলাফ শুলজের এ সফরটি সংক্ষিপ্ত, মাত্র ১১ ঘণ্টার। সফরটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এসব বিষয়ে অবশ্য ওলাফ শুলজ বলছেন, বৈশ্বিক সমস্যাগুলো চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’
চীন সফরে রয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। করোনা মহামারির পর এই প্রথম বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর কোনো নেতা চীন সফর করলেন। সফরে ওলাফ শুলজ রাশিয়াকে থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে চীনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ওলাফ শুলজ বলেন, রাশিয়ার পারমাণবিক হুমকি দায়িত্বজ্ঞানহীন এবং অত্যন্ত বিপজ্জনক ছিল—এ বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে।
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের রাশিয়া আক্রমণের বিরুদ্ধে নিন্দা জানানো অস্বীকৃতি জানিয়েছেন সি চিন পিং। তবে তিনি বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত শান্তিপূর্ণভাবে সংকটের অবসান ঘটানো এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরোধিতা করা।
বিবিসি বলছে, সি চিন পিং-এর ক্ষমতা পাকাপোক্ত হওয়ার পর জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের এ সফর জার্মানি এবং ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। ওলাফ শুলজের এ সফরটি সংক্ষিপ্ত, মাত্র ১১ ঘণ্টার। সফরটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এসব বিষয়ে অবশ্য ওলাফ শুলজ বলছেন, বৈশ্বিক সমস্যাগুলো চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সমাধান করা সম্ভব।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ‘পরিবর্তিত ও অস্থির এই সময়ে চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল এবং অস্থির। বিশ্বের প্রভাবশালী ও বৃহৎ দেশ হিসেবে এই পরিবর্তিত ও অস্থির সময়ে চীন ও জার্মানির একত্রে কাজ করা উচিত। তার চেয়েও বড় কথা হলো, এটি আমাদের করতেই হবে, যাতে বিশ্বশান্তি ও উন্নয়ন আমরা এগিয়ে নিতে পারি।’
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে সুস্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য চারটি সীমারেখা নির্ধারণ করেছেন। যেগুলো অতিক্রম করা যুক্তরাষ্ট্রের জন্য উচিত হবে। গতকাল শনিবার পেরুর রাজধানী লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্
১১ মিনিট আগেভারতের রাজনৈতিক দল লোকতন্ত্র বাঁচাও অভিযান দাবি করেছে, ঝাড়খণ্ডের প্রথম দফার নির্বাচনে ভোটাররা বিদ্বেষের রাজনীতি নয়, জনস্বার্থের ইস্যুতে ভোট দিয়েছেন। দলের সদস্যরা রাজ্যের সাঁওতাল পরগণা অঞ্চলের দুমকায় সাংবাদিকদের জানান, ১৩ নভেম্বর অনুষ্ঠিত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনের ভোটারদের সঙ্
২৮ মিনিট আগেঝাড়খণ্ডের প্রায় প্রতিটি চৌরাস্তার কাছে বিজেপির বিশাল বিশাল ব্যানার-হোর্ডিং। এগুলোতে ভোটারদের সামনে দুটি বিকল্প দেওয়া হয়েছে। একটিতে লেখা, ‘হয় অনুপ্রবেশকারীদের আশ্রয় দাও অথবা আদিবাসীদের বাঁচাও।’ অন্যান্য ব্যানার-হোর্ডিংগুলোতেও একই বার্তা। এর সবই মূলত রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় ছড়ানোর কৌ
১ ঘণ্টা আগেএটিএসিএমএস একটি সুপারসনিক (শব্দের গতির চেয়ে কয়েকগুণ বেশি গতি সম্পন্ন) ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিং-টেমকো-ভট তৈরি করেছিল। বর্তমানে এটি বিক্রি করছে লকহিড মার্টিন। এ ক্ষেপণাস্ত্রের দীর্ঘতম পাল্লা ৩০০ কিলোমিটার। এটি এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টে
২ ঘণ্টা আগে