অনলাইন ডেস্ক
রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।
ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’
মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’
মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’
রাশিয়ায় অবস্থানরত মার্কিন নাগরিকদের রাশিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এই নির্দেশ দিয়েছে। দূতাবাস বলেছে, রাশিয়ায় ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস রাশিয়ার ‘অবস্থানরত কিংবা ভ্রমণরত’ মার্কিন নাগরিদের জরুরি ভিত্তিতে রাশিয়া ত্যাগ করতে হবে। কারণ, রাশিয়া থেকে বিশ্বের অন্যান্য দেশে বাণিজ্যিক ফ্লাইটের সংখ্যা ক্রমশ কমে আসছে।
সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এই বিষয়ে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই সতর্কবার্তায় বলা হয়েছে, রাশিয়ার সরকার ‘পারশিয়াল মোবিলাইজেশন’ ঘোষণা করা পর ধারণা করা হচ্ছে, যে বা যারা দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন তাদের বাধ্যতামূলকভাবে রাশিয়ার সশস্ত্রবাহিনীতে যোগদান করানো হতে পারে।
ওই সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ‘রাশিয়া সম্ভবত মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অস্বীকার করতে পারে। তাদের মার্কিন দূতাবাসে তাদের প্রবেশাধিকারও বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাদের রাশিয়া থেকে বের হওয়াও বাতিল করতে পারে।’ সতর্কবার্তায় আরও বলা হয়, ‘পারশিয়াল মোবিলাইজেশনের প্রতিবাদ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে আটক করেছে।’
মার্কিন দূতাবাসের ওই সতর্কবার্তায় আরও মার্কিন নাগরিকদের রাশিয়ায় অবস্থানকালে যেকোনো ধরনের রাজনৈতিক এবং সামাজিক প্রতিবাদ–বিক্ষোভে শামিল হওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেছে, ‘রাশিয়ার নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে কোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকুন।’
মার্কিনিদের যত দ্রুত সম্ভব রাশিয়া থেকে চলে যাওয়ার বন্দোবস্ত করার আহ্বান জানিয়ে বলেছে, ‘আপনারা যারা রাশিয়া ত্যাগ করতে চান তাঁরা দ্রুত নিজ নিজ উদ্যোগে ত্যাগের বন্দোবস্ত করুন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি বাস্তবায়িত হলে আয়ারল্যান্ডের রপ্তানি আয়ের প্রধান উৎস ওষুধ ও রসায়ন খাতে ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কারণ দেশটির মোট রপ্তানি আয়ের ৭০ শতাংশেরও বেশি আসে এই খাত থেকে। আর এর ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তাই, ট্রাম্
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তাঁরা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের সদস্য ছিলেন সঞ্জয় বাঙ্গার। এর আগে বা পরে তিনি ভারতের হয়ে খুব বেশি দিন খেলেননি বা কোনো চমক দেখাতে পারেননি। তবে এবার তিনি ভিন্ন এক কারণে এসেছেন আলোচনায়। তাঁর ছেলে আরিয়ান বাঙ্গার লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে গেছেন। নিজের নাম দিয়েছেন আনায়া বাঙ্গার।
৫ ঘণ্টা আগেভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি আদালত বাংলাদেশি এক নাগরিককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একটি সন্ত্রাসী ষড়যন্ত্র মামলায় গত বৃহস্পতিবার কলকাতায় ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) বিশেষ আদালত তাঁকে এই কারাদণ্ড দেন
৭ ঘণ্টা আগে