অনলাইন ডেস্ক
মারিউপোল এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্টালেরও পতন ঘটেছে। সেখানে থাকা অন্তত ২৬৫ ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে ২৬৫ জন ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৫১ জন গুরুতরভাবে আহত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ আহতদের দনেৎস্কের নোভোআজভস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে পাঁচটি বাসে করে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সৈন্যদের দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যার দিকে আরও সাতটি বাসে করে আরও বেশ কিছু ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। উভয়ই সময়ই রাশিয়ার সেনাবাহিনীর সশস্ত্র সাঁজোয়া যান বাসগুলোকে এসকর্ট করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তাদের দনেৎস্কের রাজধানীর নিকটস্থ ওলেনিভকায় রাশিয়ার বন্দী শিবিরে নেওয়া হয়েছে।
সোভিয়েত আমলে তৈরি ইউরোপের সর্ববৃহৎ এই ইস্পাত কারখানাটির নকশাই এমনভাবে করা হয়েছিল যাতে বড় ধরনের কোনো পারমাণবিক হামলার সময়ও আশ্রয় নেওয়া যায়। সেসময়, কারখানাটিতে বিপুল পরিমাণ বাংকার ও টানেলের গোলক ধাঁধা তৈরি করা হয়েছিল।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়, শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় থাকা ইউনিট কমান্ডারদের ‘তাঁদের সৈন্যদের জীবন বাঁচাতে’ নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে, তার মধ্যে আজভ সাগরের তীরবর্তী এই শহরটি উল্লেখযোগ্য।
গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়েছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্টাল ইস্পাত কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এই কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
মারিউপোল এরই মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের সর্বশেষ প্রতিরোধ ঘাঁটি আজভস্টালেরও পতন ঘটেছে। সেখানে থাকা অন্তত ২৬৫ ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে ২৬৫ জন ইউক্রেনীয় সৈন্য রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৫১ জন গুরুতরভাবে আহত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছ আহতদের দনেৎস্কের নোভোআজভস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে পাঁচটি বাসে করে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সৈন্যদের দিয়ে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যার দিকে আরও সাতটি বাসে করে আরও বেশ কিছু ইউক্রেনীয় সৈন্যদের সরিয়ে নেওয়া হয়। উভয়ই সময়ই রাশিয়ার সেনাবাহিনীর সশস্ত্র সাঁজোয়া যান বাসগুলোকে এসকর্ট করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তাদের দনেৎস্কের রাজধানীর নিকটস্থ ওলেনিভকায় রাশিয়ার বন্দী শিবিরে নেওয়া হয়েছে।
সোভিয়েত আমলে তৈরি ইউরোপের সর্ববৃহৎ এই ইস্পাত কারখানাটির নকশাই এমনভাবে করা হয়েছিল যাতে বড় ধরনের কোনো পারমাণবিক হামলার সময়ও আশ্রয় নেওয়া যায়। সেসময়, কারখানাটিতে বিপুল পরিমাণ বাংকার ও টানেলের গোলক ধাঁধা তৈরি করা হয়েছিল।
ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়, শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় থাকা ইউনিট কমান্ডারদের ‘তাঁদের সৈন্যদের জীবন বাঁচাতে’ নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই রুশ বাহিনীর কাছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল মারিউপোল। ইউক্রেনের যেসব অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে রুশ বাহিনীর সবচেয়ে বেশি সংঘাত হয়েছে, তার মধ্যে আজভ সাগরের তীরবর্তী এই শহরটি উল্লেখযোগ্য।
গত এপ্রিলেই মারিউপোল শহরের অধিকাংশ এলাকা দখলে নিয়েছিল রুশ বাহিনী। একমাত্র শহরটির প্রান্তে অবস্থিত আজভস্টাল ইস্পাত কারখানা বাদে। সাবেক সোভিয়েত আমলে প্রতিষ্ঠিত বৃহৎ এই কারখানা ছিল ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।
৩৩ মিনিট আগেরাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।
২ ঘণ্টা আগেবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে সংঘাতকে উসকে দিয়েছেন বলে অভিযোগ ক্রেমলিনের। এর উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়া হবে বলে জানিয়েছে পুতিন প্রশাসন।
৩ ঘণ্টা আগেইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতা করায় ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থানান্তরে ব্যবহৃত জাহাজ ও বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে