অনলাইন ডেস্ক
রাশিয়ায় যোগদানের বিষয়টি বিবেচনা করবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী স্বঘোষিত দনেৎস্ক রিপাবলিক ও লুহানস্ক। তবে তাঁর আগে অঞ্চলটির পরিপূর্ণ স্বাধীনতার প্রয়োজন। রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্কের নেতা দানিশ পুশিলিন এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দনেৎস্কের স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দনেৎস্ক নিউজ এজেন্সি বলছে, ‘তাঁরা (দনেৎস্ক রিপাবলিক) ২০১৪ সাল থেকেই রাশিয়ান ফেডারেশনে যোগদানে ইচ্ছুক এবং আকাঙ্ক্ষা লালন করছেন।’
তবে পুশিলিন বলেছেন, ‘তবে এখন মূল কাজ হচ্ছে প্রজাতন্ত্রের যে সাংবিধানিক সীমানা ঘোষণা করা হয়েছে তার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা। তার পরের করণীয় আমরা ভবিষ্যতে নির্ধারণ করব।’
রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের নেতৃবৃন্দ—রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট হতে পারে বলে মন্তব্য করার দুই দিন পরই এই মন্তব্য এল।
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া।
মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।
ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না।
এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়।
রাশিয়ায় যোগদানের বিষয়টি বিবেচনা করবে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত বিচ্ছিন্নতাবাদী স্বঘোষিত দনেৎস্ক রিপাবলিক ও লুহানস্ক। তবে তাঁর আগে অঞ্চলটির পরিপূর্ণ স্বাধীনতার প্রয়োজন। রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দনেৎস্কের নেতা দানিশ পুশিলিন এ কথা জানিয়েছেন। মঙ্গলবার দনেৎস্কের স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দনেৎস্ক নিউজ এজেন্সি বলছে, ‘তাঁরা (দনেৎস্ক রিপাবলিক) ২০১৪ সাল থেকেই রাশিয়ান ফেডারেশনে যোগদানে ইচ্ছুক এবং আকাঙ্ক্ষা লালন করছেন।’
তবে পুশিলিন বলেছেন, ‘তবে এখন মূল কাজ হচ্ছে প্রজাতন্ত্রের যে সাংবিধানিক সীমানা ঘোষণা করা হয়েছে তার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা। তার পরের করণীয় আমরা ভবিষ্যতে নির্ধারণ করব।’
রাশিয়া সমর্থিত পূর্ব ইউক্রেনের আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্কের নেতৃবৃন্দ—রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট হতে পারে বলে মন্তব্য করার দুই দিন পরই এই মন্তব্য এল।
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া।
মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে।
ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না।
এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়।
পাকিস্তানে সামরিক চৌকিতে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলা অন্তত ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এতে হামলাকারীদের ৬ সদস্যের মৃত্যু হয়। ভয়েস অব আমেরিকা এসব তথ্য জানিয়েছে।
১৯ মিনিট আগেএকভাই থাকেন নিউইয়র্কে, আরেকজন ঢাকায়। বাংলাদেশি দুই ভাই মিলে অবৈধভাবে এনবিএল, এনবিএ ও এনএইচএ গেমস লাইভ স্ট্রিম করতেন। এর জন্য সর্বনিম্ন ১০ ডলার ফি নিতেন তাঁরা। এভাবে ৭০ লাখ ডলারের বেশি হাতিয়ে নিয়েছেন তাঁরা। শুরু তাই নয়, অবৈধভাবে লাইভ স্ট্রিম করে সংক্ষুব্ধ বিভিন্ন পক্ষের মোট ১০ কোটি ডলারের বেশি ক্ষতি
৩৫ মিনিট আগেথাইল্যান্ডে বিষাক্ত সায়ানাইড দিয়ে ১৪ বন্ধুকে হত্যার দায়ে অভিযুক্ত এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার বিবিসি জানিয়েছে, গত বছর ভ্রমণে গিয়ে খাবার ও পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে এক ধনী বন্ধুকে হত্যা করার জন্য ৩৬ বছর বয়সী নারী সারারাত রাংসিউথাপোর্নকে দোষী সাব্যস্ত করেছেন ব্যাংককের একটি আদালত।
১ ঘণ্টা আগেযৌনতা এবং রোমান্টিক জীবন নিয়ে পৃথিবীতে এখন সবচেয়ে কম সন্তুষ্ট জাতি জাপানিরা। ফরাসি গবেষণা সংস্থা ইপসোসর একটি বৈশ্বিক সমীক্ষায় দেখা গেছে, প্রেম ও যৌনতাহীন এমন জীবনে জাপানিদের পরই অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার মানুষ।
২ ঘণ্টা আগে