অনলাইন ডেস্ক
ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে রাশিয়া। বেলগোরদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির ভোটকেন্দ্রে আগুন লাগানো ও ব্যালট বাক্সে রং ঢালার চেষ্টা করায় বিক্ষোভকারীদের বিশ্বাসঘাতক বলে নিন্দা করেছেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ ছাড়া গতকাল শনিবার ইউক্রেনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলে রাশিয়া।
নিয়ম রক্ষার এই প্রেসিডেন্ট নির্বাচনে এবার বেশ বড় একটি ভূমিকা রাখতে পারত ইউক্রেন যুদ্ধ। তবে ২৫ বছর ধরে রাশিয়ায় ক্ষমতা ধরে রেখেছেন ভ্লাদিমির পুতিন। আরও এক মেয়াদে তিনি যে প্রেসিডেন্টের আসনে বসবেন, তা নিশ্চিত। এর পরও নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি করছে পুতিনবিরোধীরা।
তিন দিন ভোট গ্রহণের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড তীব্র করছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোর কাছে নিজের কার্যকলাপ তুলে ধরে আরও বেশি আর্থিক সহায়তা ও অস্ত্র ভিক্ষা করতে এসব কাজ করছে তারা।
মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত একটি ভোটকেন্দ্রে শেল ফেলেছে ইউক্রেনের একটি ড্রোন। স্থানীয় এক নির্বাচন কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, এনারহোদার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে একটি গ্রামে একটি ভোটকেন্দ্র থেকে পাঁচ থেকে ছয় মিটার দূরে বিস্ফোরকটি এসে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ ও অকার্যকর বলে মনে করে ইউক্রেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কমিশনের প্রধান এলা পামফিলোভা বলেন, ভোটের প্রথম দুই দিনে ব্যালট বাক্সে বিভিন্ন তরল ঢেলে ভোটারশিট নষ্ট করার চেষ্টার ২০টি ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আটটি অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনাগুলোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেদভেদেভ বলেন, এসব ঘটনায় দোষীদের ২০ বছরের রাষ্ট্রদ্রোহের সাজা হতে পারে।
ইউক্রেনের এসব হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পোস্ট করে বলেন, ‘এটি সেই অধঃপতিতদের সরাসরি সহায়তা, যারা আজ আমাদের শহরগুলোতে গোলাবর্ষণ করছে।’
আজ রোববার ভোটাভুটির শেষ দিনে দেশটির ১১টি টাইম জোনের প্রতিটিতে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে জনগণকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির সমর্থকেরা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি কয়েক দিন ধরেই সীমান্তবর্তী বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলে নাশকতাকারীদের হামলার চেষ্টার খবর পাচ্ছিলেন পুতিন। এর মধ্যে রাতারাতি বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টার কথাও উল্লেখ করেন পেসকভ, যার সবকটিই ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার ইউক্রেনের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্রেমলিনবিরোধী রুশ সশস্ত্র গোষ্ঠীগুলোই ওই অঞ্চলকে ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ পরিণত করেছে।
গতকাল শনিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কাইরাইলো বুদানভ বলেন, ফ্রিডম অফ রাশিয়া লিজিওন, সাইবেরিয়ান ব্যাটালিয়ন এবং রুশ স্বেচ্ছাসেবক কর্পস—এই গ্রুপগুলো একই ধরনের নীতি অনুসরণ করে একটি শক্তিশালী বাহিনী হয়ে উঠছে।
ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গোষ্ঠীগুলো বেশ ভালোই লড়াই করছে এবং শিগগিরই তারা থামবে না। আমরা আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করব।’
ইউক্রেন থেকে বেলগোরদে সীমান্তে হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে একই দিনে আরও একজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক রাজধানীর দিকে এগিয়ে আসা ১৫টি রকেট ভূপাতিত করেছে বলেও জানান তিনি।
রয়টার্সের হাতে আসা ভিডিওতে বেলগোরোদ শহরের ফাঁকা রাস্তায় আগুন জ্বলতে ও বিমান হামলার সাইরেন বাজতে দেখা গেছে।
মস্কো থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের সামারা অঞ্চলের গভর্নর দিমিত্রি আজারভ বলেন, ড্রোন হামলার কারণে সিজরান শোধনাগারে আগুন লেগে গেছে, তবে দ্বিতীয় শোধনাগারে হামলা ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও কর্মকর্তারা বলেন, এ ঘটনাগুলো থেকে রাশিয়ার জ্বালানিশিল্পকে লক্ষ্যবস্তু করতে দেশটির কয়েক শ মাইল ভেতরে আঘাত হানার ক্ষমতা যে ইউক্রেনের রয়েছে তা স্পষ্ট হয়েছে। চলতি সপ্তাহে আরও দুটি বড় শোধনাগারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে, রাশিয়ার সমরাস্ত্র দুর্বল করতে ইউক্রেনের অস্ত্র কাজে লাগাতে পারে।
শুক্রবার ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসার একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২১ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে রাশিয়া। বেলগোরদে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। দেশটির ভোটকেন্দ্রে আগুন লাগানো ও ব্যালট বাক্সে রং ঢালার চেষ্টা করায় বিক্ষোভকারীদের বিশ্বাসঘাতক বলে নিন্দা করেছেন সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ ছাড়া গতকাল শনিবার ইউক্রেনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলে রাশিয়া।
নিয়ম রক্ষার এই প্রেসিডেন্ট নির্বাচনে এবার বেশ বড় একটি ভূমিকা রাখতে পারত ইউক্রেন যুদ্ধ। তবে ২৫ বছর ধরে রাশিয়ায় ক্ষমতা ধরে রেখেছেন ভ্লাদিমির পুতিন। আরও এক মেয়াদে তিনি যে প্রেসিডেন্টের আসনে বসবেন, তা নিশ্চিত। এর পরও নির্বাচন ঘিরে বিক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি করছে পুতিনবিরোধীরা।
তিন দিন ভোট গ্রহণের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড তীব্র করছে কিয়েভ। পশ্চিমা দেশগুলোর কাছে নিজের কার্যকলাপ তুলে ধরে আরও বেশি আর্থিক সহায়তা ও অস্ত্র ভিক্ষা করতে এসব কাজ করছে তারা।
মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত একটি ভোটকেন্দ্রে শেল ফেলেছে ইউক্রেনের একটি ড্রোন। স্থানীয় এক নির্বাচন কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, এনারহোদার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে একটি গ্রামে একটি ভোটকেন্দ্র থেকে পাঁচ থেকে ছয় মিটার দূরে বিস্ফোরকটি এসে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনীয় ভূখণ্ডের কিছু অংশে অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ ও অকার্যকর বলে মনে করে ইউক্রেন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ইলেক্টোরাল কমিশনের প্রধান এলা পামফিলোভা বলেন, ভোটের প্রথম দুই দিনে ব্যালট বাক্সে বিভিন্ন তরল ঢেলে ভোটারশিট নষ্ট করার চেষ্টার ২০টি ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আটটি অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বোমা হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনাগুলোর বিষয়ে মন্তব্য করতে গিয়ে মেদভেদেভ বলেন, এসব ঘটনায় দোষীদের ২০ বছরের রাষ্ট্রদ্রোহের সাজা হতে পারে।
ইউক্রেনের এসব হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পোস্ট করে বলেন, ‘এটি সেই অধঃপতিতদের সরাসরি সহায়তা, যারা আজ আমাদের শহরগুলোতে গোলাবর্ষণ করছে।’
আজ রোববার ভোটাভুটির শেষ দিনে দেশটির ১১টি টাইম জোনের প্রতিটিতে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভে জনগণকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির সমর্থকেরা।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি কয়েক দিন ধরেই সীমান্তবর্তী বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলে নাশকতাকারীদের হামলার চেষ্টার খবর পাচ্ছিলেন পুতিন। এর মধ্যে রাতারাতি বেশ কয়েকটি অনুপ্রবেশের চেষ্টার কথাও উল্লেখ করেন পেসকভ, যার সবকটিই ব্যর্থ হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার ইউক্রেনের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা বলেন, ক্রেমলিনবিরোধী রুশ সশস্ত্র গোষ্ঠীগুলোই ওই অঞ্চলকে ‘সক্রিয় যুদ্ধক্ষেত্রে’ পরিণত করেছে।
গতকাল শনিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান কাইরাইলো বুদানভ বলেন, ফ্রিডম অফ রাশিয়া লিজিওন, সাইবেরিয়ান ব্যাটালিয়ন এবং রুশ স্বেচ্ছাসেবক কর্পস—এই গ্রুপগুলো একই ধরনের নীতি অনুসরণ করে একটি শক্তিশালী বাহিনী হয়ে উঠছে।
ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই গোষ্ঠীগুলো বেশ ভালোই লড়াই করছে এবং শিগগিরই তারা থামবে না। আমরা আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করার চেষ্টা করব।’
ইউক্রেন থেকে বেলগোরদে সীমান্তে হামলা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ জানিয়েছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে একই দিনে আরও একজন আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক রাজধানীর দিকে এগিয়ে আসা ১৫টি রকেট ভূপাতিত করেছে বলেও জানান তিনি।
রয়টার্সের হাতে আসা ভিডিওতে বেলগোরোদ শহরের ফাঁকা রাস্তায় আগুন জ্বলতে ও বিমান হামলার সাইরেন বাজতে দেখা গেছে।
মস্কো থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের সামারা অঞ্চলের গভর্নর দিমিত্রি আজারভ বলেন, ড্রোন হামলার কারণে সিজরান শোধনাগারে আগুন লেগে গেছে, তবে দ্বিতীয় শোধনাগারে হামলা ব্যর্থ হয়েছে। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও কর্মকর্তারা বলেন, এ ঘটনাগুলো থেকে রাশিয়ার জ্বালানিশিল্পকে লক্ষ্যবস্তু করতে দেশটির কয়েক শ মাইল ভেতরে আঘাত হানার ক্ষমতা যে ইউক্রেনের রয়েছে তা স্পষ্ট হয়েছে। চলতি সপ্তাহে আরও দুটি বড় শোধনাগারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি স্পষ্ট হয়ে গেছে যে, রাশিয়ার সমরাস্ত্র দুর্বল করতে ইউক্রেনের অস্ত্র কাজে লাগাতে পারে।
শুক্রবার ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসার একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২১ জন নিহত ও ৭০ জনেরও বেশি আহত হয়েছে।
চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
৪৩ মিনিট আগেইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর রাশিয়ার সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হবে। জেলেনস্কি জানান, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার তিনি এই নিয়োগ দেবেন। নির্বাচনে জয়ী অনূঢ়ার নেতৃত্বাধীন জোট ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) মুখপাত্র তিলউইন সিলভা এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশ আঙুর আমদানিতে শুল্ক বাড়ালেও সরকার কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁদের হতাশা বেড়েছে। কারণ, ভারতের মোট আঙুর রপ্তানির প্রায় ২৮ শতাংশ অর্থাৎ প্রায় ৬০ হাজার মেট্রিক টন আঙুর বাংলাদেশে রপ্তানি হয়।
২ ঘণ্টা আগে