অনলাইন ডেস্ক
‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা ধারণা করছেন, শলৎসের এই সফরে পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে—আলোচনার দরজা খোলা আছে এবং তাঁরা রাশিয়ার নিরাপত্তার বিষয়ে সচেতন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।
উল্লেখ্য, এই সফরে রাশিয়ায় গিয়ে দেশটির করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর টেস্ট দেননি শলৎস। তাঁর পরিবর্তে তিনি জার্মানি থেকে সঙ্গে করে তাঁর চিকিৎসক দল নিয়ে গিয়েছেন। এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রাশিয়া সফরকালে রাশিয়ায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাননি।
এর আগে সোমবার শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
এ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডও চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ সফর করবেন বলে জানা গেছে। ওই সফরে লয়েড ন্যাটোভুক্ত দুই দেশ লিথুনিয়া এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দেওয়ার এক দিন পর এই ঘোষণা এল।
এ দিকে চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
‘চলমান ইউক্রেন সংকট সমাধানে এবার রাশিয়া সফরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার পর শলৎস মস্কো পৌঁছান। এই সফরে শলৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চলমান সংকট নিরসনে উভয় পক্ষের করণীয় নিয়ে আলোচনা করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার মতানৈক্য নিরসনে এই উচ্চ পর্যায়ের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
বিশ্লেষকেরা ধারণা করছেন, শলৎসের এই সফরে পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে—আলোচনার দরজা খোলা আছে এবং তাঁরা রাশিয়ার নিরাপত্তার বিষয়ে সচেতন। তবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করা হবে।
উল্লেখ্য, এই সফরে রাশিয়ায় গিয়ে দেশটির করোনাভাইরাস পরীক্ষায় পিসিআর টেস্ট দেননি শলৎস। তাঁর পরিবর্তে তিনি জার্মানি থেকে সঙ্গে করে তাঁর চিকিৎসক দল নিয়ে গিয়েছেন। এর আগে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও রাশিয়া সফরকালে রাশিয়ায় গিয়ে করোনাভাইরাস পরীক্ষা করাননি।
এর আগে সোমবার শলৎস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
এ দিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডও চলমান ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপ সফর করবেন বলে জানা গেছে। ওই সফরে লয়েড ন্যাটোভুক্ত দুই দেশ লিথুনিয়া এবং পোল্যান্ডের নেতাদের সঙ্গে কথা বলবেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সংকট নিরসনে আলোচনার পথ খোলা রাখার পরামর্শ দেওয়ার এক দিন পর এই ঘোষণা এল।
এ দিকে চলমান সংকটের মধ্যেই ইউক্রেনের জন্য ১০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আর্ট গ্যালারিতে তোলা হবে ২ হাজার ৬০০ বছর আগে পৃথিবীতে বিচরণ করা একটি বাজপাখিকে। মিশরে মমি করা অবস্থায় উদ্ধার হওয়া এই পাখিটির গায়ে মূল্য লেখা আছে ৮৯ হাজার ৬৬০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা এক কোটি টাকারও বেশি।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে তিনি জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং সামরিক বাহিনীকে কাজে লাগাবেন।
৮ ঘণ্টা আগেনরওয়ের যুবরাজের ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে (২৭) ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।
৮ ঘণ্টা আগেপ্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৭ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
৯ ঘণ্টা আগে