অনলাইন ডেস্ক
গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা দূতাবাসের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় চীনের সিনিয়র কূটনীতিক ঝেং সিয়ুয়ান জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। ব্রিটেনের হাউস অব কমনসে এমপিদের এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো—বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চীনের কনস্যুল-জেনারেল পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন।’
ঝেং সিয়ুয়ানের জড়িত থাকার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। তবে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পক্ষে কথা বলা হয়েছে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্দোলনকারীরা ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। অন্য দেশের কূটনীতিকরা থাকলেও সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতেন।
সেদিনের ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতি অনুসারে, দূতাবাসের কর্মকর্তারা গেটের ভেতর থেকে এক আন্দোলনকারীর ওপর হামলা করেন এবং ঝেং সিয়ুয়ান আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়েছে। হংকংয়ের এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকজন আন্দোলনকারীকে ভেতরে টেনে নিয়ে মারধর করেছেন কর্মকর্তারা। মারধরকারী কর্মকর্তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য।
অ্যালিসিয়া কেয়ার্নস আরও বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন কর্মকাণ্ডকে আমরা অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ কতে চায়। আমরা ব্রিটেনের মাটিতে এটা হতে দিতে পারি না।’
ম্যানচেস্টার পুলিশের বিবৃতি অনুযায়ী, রোববারের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন অংশ নিয়েছিল।
গত রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চীনা দূতাবাসের সামনে প্রেসিডেন্ট সি চিন পিং-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় চীনের সিনিয়র কূটনীতিক ঝেং সিয়ুয়ান জড়িত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ এমপি অ্যালিসিয়া কেয়ার্নস। ব্রিটেনের হাউস অব কমনসে এমপিদের এ কথা বলেন তিনি।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, ‘আমরা যা দেখেছি তা হলো—বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চীনের কনস্যুল-জেনারেল পোস্টার টেনে ছিঁড়ে ফেলছেন।’
ঝেং সিয়ুয়ানের জড়িত থাকার বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি চীন। তবে বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কনস্যুলেট স্টাফদের পক্ষে কথা বলা হয়েছে। মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, আন্দোলনকারীরা ‘অবৈধভাবে প্রবেশ’ করেছিল। অন্য দেশের কূটনীতিকরা থাকলেও সুরক্ষার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করতেন।
সেদিনের ভিডিও ফুটেজ ও পুলিশের বিবৃতি অনুসারে, দূতাবাসের কর্মকর্তারা গেটের ভেতর থেকে এক আন্দোলনকারীর ওপর হামলা করেন এবং ঝেং সিয়ুয়ান আন্দোলনকারীদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
অ্যালিসিয়া কেয়ার্নস বলেন, আন্দোলনকারীদের বেধড়ক মারধর করা হয়েছে। হংকংয়ের এক আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কয়েকজন আন্দোলনকারীকে ভেতরে টেনে নিয়ে মারধর করেছেন কর্মকর্তারা। মারধরকারী কর্মকর্তারা চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) সদস্য।
অ্যালিসিয়া কেয়ার্নস আরও বলেন, ‘চাইনিজ কমিউনিস্ট পার্টির এমন কর্মকাণ্ডকে আমরা অনুমোদন দিতে পারি না। তারা মুক্তভাবে কথা বলা বন্ধ কতে চায়। আমরা ব্রিটেনের মাটিতে এটা হতে দিতে পারি না।’
ম্যানচেস্টার পুলিশের বিবৃতি অনুযায়ী, রোববারের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন অংশ নিয়েছিল।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে