অনলাইন ডেস্ক
১৯৯৭ সালে চীনের শ্যানডং প্রদেশ থেকে অপহৃত হয় গুয়ো গ্যাংটাংয়ের ছেলে। এরপর গুয়ো ছেলেকে খুঁজতে ছেলের ছবিসংবলিত ব্যানার নিয়ে মোটরসাইকেলে চড়ে চীনের ২০টি প্রদেশের পাঁচ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সময় কখনো ব্রিজের নিচে ঘুমিয়েছেন গুয়ো। কখনো আবার রাস্তায় ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। টাকা শেষ হয়ে গেলে ভিক্ষাও করেছেন তিনি। অবশেষে ২৪ বছর পর সন্তানকে ফিরে পেয়েছেন ৫১ বছর বয়সী গুয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গুয়ো জানান, ছেলেকে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হার ভেঙে গেছে। ২৪ বছরে গুয়োর ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ ওই ছেলের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্যানডং প্রদেশের পার্শ্ববর্তী হেনান প্রদেশে গুয়োর ছেলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহের শেষেই তাঁদের সাক্ষাৎ হবে।
এ নিয়ে গুয়ো সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবই সুখকর হবে।’
জানা গেছে, সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য হয়েছেন গুয়ো। এ পর্যন্ত সাতজন বাবা-মায়ের কাছে অপহৃত সন্তানদের ফিরিয়ে দিয়েছেন তিনি।
গুয়োর ঘটনায় অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।
শিশু অপহরণের ঘটনা চীনে একটি বড় সমস্যা। চীন সরকারের তথ্য অনুযায়ী, চীনে প্রতিবছর ২০ হাজারের বেশি শিশু অপহৃত হয়। এদের মধ্যে বেশির ভাগকে বিক্রি করে দেওয়া হয়।
১৯৯৭ সালে চীনের শ্যানডং প্রদেশ থেকে অপহৃত হয় গুয়ো গ্যাংটাংয়ের ছেলে। এরপর গুয়ো ছেলেকে খুঁজতে ছেলের ছবিসংবলিত ব্যানার নিয়ে মোটরসাইকেলে চড়ে চীনের ২০টি প্রদেশের পাঁচ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ সময় কখনো ব্রিজের নিচে ঘুমিয়েছেন গুয়ো। কখনো আবার রাস্তায় ডাকাতদের সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে। টাকা শেষ হয়ে গেলে ভিক্ষাও করেছেন তিনি। অবশেষে ২৪ বছর পর সন্তানকে ফিরে পেয়েছেন ৫১ বছর বয়সী গুয়ো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গুয়ো জানান, ছেলেকে খুঁজতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হার ভেঙে গেছে। ২৪ বছরে গুয়োর ১০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ডিএনএ টেস্টের মাধ্যমে পুলিশ ওই ছেলের পরিচয় নিশ্চিত হতে পেরেছে। অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্যানডং প্রদেশের পার্শ্ববর্তী হেনান প্রদেশে গুয়োর ছেলের সন্ধান মিলেছে। চলতি সপ্তাহের শেষেই তাঁদের সাক্ষাৎ হবে।
এ নিয়ে গুয়ো সাংবাদিকদের বলেন, ‘আমি সন্তানকে খুঁজে পেয়েছি। এখন থেকে সবই সুখকর হবে।’
জানা গেছে, সন্তানকে খুঁজতে খুঁজতে চীনের নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সংস্থার সদস্য হয়েছেন গুয়ো। এ পর্যন্ত সাতজন বাবা-মায়ের কাছে অপহৃত সন্তানদের ফিরিয়ে দিয়েছেন তিনি।
গুয়োর ঘটনায় অনুপ্রাণিত হয়ে ২০১৫ সালে একটি সিনেমাও তৈরি হয়েছিল। ওই সিনেমায় অভিনয় করেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লাউ।
শিশু অপহরণের ঘটনা চীনে একটি বড় সমস্যা। চীন সরকারের তথ্য অনুযায়ী, চীনে প্রতিবছর ২০ হাজারের বেশি শিশু অপহৃত হয়। এদের মধ্যে বেশির ভাগকে বিক্রি করে দেওয়া হয়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৭ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে