অনলাইন ডেস্ক
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করছে বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রোববার উত্তর পিয়ংইয়ং প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল। একে ‘মারাত্মক উসকানি’ বলছে দক্ষিণ কোরিয়া।
অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
এদিকে জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করছে কোস্ট গার্ড।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার বন্দরনগর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অঞ্চলে ভ্রমণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও অংশ নেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এমন দাবি করছে বলে জানায় বিবিসি।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, রোববার উত্তর পিয়ংইয়ং প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় সকাল ৭টার ঠিক আগে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এবং সিউলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সফরের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ ঘটনা ঘটল। একে ‘মারাত্মক উসকানি’ বলছে দক্ষিণ কোরিয়া।
অবশ্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, তার প্রতিবেশী দেশটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তবে উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
এদিকে জাপানের কোস্ট গার্ডও উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি সাগরে চলাচলরত জাহাজগুলোকে ‘সতর্ক থাকতে’ বলা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি নিজেদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে করছে কোস্ট গার্ড।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার বন্দরনগর বুসানে নোঙর করে। এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে বলে দাবি দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই অঞ্চলে ভ্রমণের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যেও অংশ নেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৮ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে