অনলাইন ডেস্ক
প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১৯ মিনিট আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৫ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে