অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার একটি স্কুলের ১৩ জন ছাত্রীকে ধর্ষণের দায়ে একজন শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রাথমিকভাবে তাঁকে ‘যাবজ্জীবন সাজা’ দেওয়া হয়েছিল। পরে সেই রায় স্থগিত করে গতকাল সোমবার আদালত ওই ব্যক্তির ‘মৃত্যুদণ্ড’ ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বান্দুং শহরের একটি আদালত হেরি উইরাওয়ান নামের ওই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এরপর প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেন। আদালত আপিল বহাল রাখেন।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি শিক্ষক হেরির আইনজীবী ইরা মাম্বো। তিনি বলেন, ‘আদালতের সম্পূর্ণ রায়ের কপি না দেখা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’
স্থানীয় প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্রও বলেছেন, ‘রায়ের চূড়ান্ত কপির জন্য তাঁরা অপেক্ষা করছেন। এরপর মন্তব্য করবেন।’
দেশটির শিশু সুরক্ষামন্ত্রী মৃত্যুদণ্ডের এই রায়কে সমর্থন জানিয়েছেন। তবে ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে।
গত ফেব্রুয়ারিতে আদালতের একজন বিচারক বলেছিলেন, ‘শিক্ষক হেরি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ১৩ জন ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। ছাত্রীদের বয়স ছিল ১২ থেকে ১৬ বছর। ওই ছাত্রীদের আটজনই গর্ভবর্তী হয়েছিল।’
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে হাজার হাজার ইসলামিক বোর্ডিং স্কুল এবং অন্যান্য ধর্মীয় স্কুল রয়েছে। এসব স্কুলে বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তানরা পড়ালেখা করে। শিক্ষক হেরি উইরাওয়ানের এ ঘটনা ইন্দোনেশিয়ার মানুষকে হতবাক করেছে। দেশটির ধর্মীয় বোর্ডিং স্কুলগুলোতে শিশুদের ওপর যৌন সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ।
ইন্দোনেশিয়ার একটি স্কুলের ১৩ জন ছাত্রীকে ধর্ষণের দায়ে একজন শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রাথমিকভাবে তাঁকে ‘যাবজ্জীবন সাজা’ দেওয়া হয়েছিল। পরে সেই রায় স্থগিত করে গতকাল সোমবার আদালত ওই ব্যক্তির ‘মৃত্যুদণ্ড’ ঘোষণা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বান্দুং শহরের একটি আদালত হেরি উইরাওয়ান নামের ওই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এরপর প্রসিকিউটররা মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে আপিল করেন। আদালত আপিল বহাল রাখেন।
আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি শিক্ষক হেরির আইনজীবী ইরা মাম্বো। তিনি বলেন, ‘আদালতের সম্পূর্ণ রায়ের কপি না দেখা পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।’
স্থানীয় প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্রও বলেছেন, ‘রায়ের চূড়ান্ত কপির জন্য তাঁরা অপেক্ষা করছেন। এরপর মন্তব্য করবেন।’
দেশটির শিশু সুরক্ষামন্ত্রী মৃত্যুদণ্ডের এই রায়কে সমর্থন জানিয়েছেন। তবে ইন্দোনেশিয়ার মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে।
গত ফেব্রুয়ারিতে আদালতের একজন বিচারক বলেছিলেন, ‘শিক্ষক হেরি ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে কমপক্ষে ১৩ জন ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। ছাত্রীদের বয়স ছিল ১২ থেকে ১৬ বছর। ওই ছাত্রীদের আটজনই গর্ভবর্তী হয়েছিল।’
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে হাজার হাজার ইসলামিক বোর্ডিং স্কুল এবং অন্যান্য ধর্মীয় স্কুল রয়েছে। এসব স্কুলে বেশির ভাগই দরিদ্র পরিবারের সন্তানরা পড়ালেখা করে। শিক্ষক হেরি উইরাওয়ানের এ ঘটনা ইন্দোনেশিয়ার মানুষকে হতবাক করেছে। দেশটির ধর্মীয় বোর্ডিং স্কুলগুলোতে শিশুদের ওপর যৌন সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
৭ মিনিট আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৯ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে সঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৪ ঘণ্টা আগে