অনলাইন ডেস্ক
নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্পকমল দহল। তিনি ‘প্রচণ্ড’ নামে পরিচিত। গত মাসের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে গতকাল রোববার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড একজন সাবেক মাওবাদী নেতা। তিনি নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। নেপালে প্রচণ্ড শব্দের অর্থ ‘উগ্র’ বা ‘ভয়ানক’। তাঁকে সমর্থন দিয়েছেন নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল)। ফলে তিনি পাঁচ বছর মেয়াদের প্রথমার্ধের জন্য নতুন সরকারের নেতৃত্ব দেবেন।
প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর একজন সহযোগী টিকা ঢকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সংসদের একটি বড় সংখ্যাগরিষ্ঠ দল পুষ্পকমল দহলকে সমর্থন দিয়েছেন। ফলে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে প্রচণ্ডর। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।
নতুন জোটের বৈঠকের পর প্রচণ্ডর দল মাওবাদী সেন্টার পার্টির সাধারণ সম্পাদক দেব গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটাই বোঝাপড়া। অন্যান্য গুরুত্বপূর্ণ পদ এবং মন্ত্রণালয়ের বণ্টনের বাকি কাজ এখনো বাকি আছে।’
গত মাসের নির্বাচনে প্রচণ্ডর দল ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৩২টি আসন জিতেছে। অন্যদিকে ইউএমএল পেয়েছে ৭৮টি আসন পেয়েছে। এ ছাড়া নেপালি কংগ্রেস পার্টি পেয়েছে ৮৯টি আসন।
এদিকে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল রোববার সকালে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোট থেকে বের হয়ে আসেন প্রচণ্ড। নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবা তাঁকে প্রথম ধাপে প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি না হওয়ায় তিনি জোটত্যাগ করেন। পরে প্রচণ্ডর দলের সঙ্গে চুক্তি হয় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের। দুই দল থেকেই ভাগাভাগি করে প্রধানমন্ত্রী হবেন। প্রথম দফায় প্রধানমন্ত্রী হওয়ার দাবি মেনে নিয়েছেন কেপি শর্মা ওলি।
এর আগে ২০০৮ থেকে ২০০৯ এবং ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্পকমল দহল। তিনি ‘প্রচণ্ড’ নামে পরিচিত। গত মাসের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধান বিরোধী দলের সঙ্গে জোট করে গতকাল রোববার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড একজন সাবেক মাওবাদী নেতা। তিনি নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। নেপালে প্রচণ্ড শব্দের অর্থ ‘উগ্র’ বা ‘ভয়ানক’। তাঁকে সমর্থন দিয়েছেন নেপালের কমিউনিস্ট পার্টি (ইউএমএল)। ফলে তিনি পাঁচ বছর মেয়াদের প্রথমার্ধের জন্য নতুন সরকারের নেতৃত্ব দেবেন।
প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর একজন সহযোগী টিকা ঢকাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সংসদের একটি বড় সংখ্যাগরিষ্ঠ দল পুষ্পকমল দহলকে সমর্থন দিয়েছেন। ফলে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আজ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে প্রচণ্ডর। জোটের সঙ্গে সমঝোতা অনুযায়ী সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। এরপর জোটসঙ্গী ও প্রধান বিরোধী দল ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।
নতুন জোটের বৈঠকের পর প্রচণ্ডর দল মাওবাদী সেন্টার পার্টির সাধারণ সম্পাদক দেব গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটাই বোঝাপড়া। অন্যান্য গুরুত্বপূর্ণ পদ এবং মন্ত্রণালয়ের বণ্টনের বাকি কাজ এখনো বাকি আছে।’
গত মাসের নির্বাচনে প্রচণ্ডর দল ২৭৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৩২টি আসন জিতেছে। অন্যদিকে ইউএমএল পেয়েছে ৭৮টি আসন পেয়েছে। এ ছাড়া নেপালি কংগ্রেস পার্টি পেয়েছে ৮৯টি আসন।
এদিকে নেপালের স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গতকাল রোববার সকালে নেপালি কংগ্রেসের নেতৃত্বাধীন পাঁচ দলের জোট থেকে বের হয়ে আসেন প্রচণ্ড। নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবা তাঁকে প্রথম ধাপে প্রধানমন্ত্রিত্ব দিতে রাজি না হওয়ায় তিনি জোটত্যাগ করেন। পরে প্রচণ্ডর দলের সঙ্গে চুক্তি হয় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলের। দুই দল থেকেই ভাগাভাগি করে প্রধানমন্ত্রী হবেন। প্রথম দফায় প্রধানমন্ত্রী হওয়ার দাবি মেনে নিয়েছেন কেপি শর্মা ওলি।
এর আগে ২০০৮ থেকে ২০০৯ এবং ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে