অনলাইন ডেস্ক
মাসে একবার চুল কাটান এই শাসক। আর এতেই তাঁর খরচ হয় ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা। বলা হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোকাইয়ার কথা। ছোট্ট দ্বীপদেশ ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশটির একাধিক মন্ত্রণালয়ের প্রধানও তিনি। বিশ্বজুড়ে যে কয়েকজন বেশি খরচ করেন, তাঁদের একজন বোকাইয়া।
ব্রুনাইয়ের সুলতানের সন্তান হওয়ার কারণে জন্ম থেকে ধনী বোকাইয়া। তাঁর জন্ম ১৫ জুলাই ১৯৪৬ সালে। তবে বাবা তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিন ১০ সন্তানের মধ্যে তাঁকেই দেশ চালানোর দায়িত্ব দেন। ১৯৬৭ সালে ব্রুনাইয়ের সুলতান হন বোকাইয়া। দেশটির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা শেষ করেন বোকাইয়া। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে যোগদান করেন তিনি। এরপর যুক্তরাজ্যের রয়্যাল অ্যাকাডেমি থেকে স্নাতক স্তরের ডিগ্রি লাভ করেন। এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন বোকাইয়া। ২০১২ সাল পর্যন্ত তাঁর পাঁচটি পুত্রসন্তান ও সাতটি কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়।
হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বোকাইয়ার মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার বা ২ লাখ ৫৮ হাজার ২৯ কোটি টাকা। ব্রুনাইয়ের ৯২তম সুলতানের ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি, সব মিলিয়ে যার মূল্য ৫০০ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।
ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। ওই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭০০ কক্ষ। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি ১১০টি গ্যারেজ এবং ২০০ ঘোড়ার জন্য শীতাতপনিয়ন্ত্রিত আস্তাবলও।
বিলাসী সুলতান বোকাইয়া মাসে অন্তত একবার তাঁর চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ অন্তত তাঁর চুলের কায়দা ঠিক রাখতে খরচ পড়ে ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা—এই দাবি করেছে ন্ডিয়া টাইমস। লন্ডন থেকে আসেন তাঁর হেয়ারড্রেসার। তাঁকে বিমানভাড়া হিসেবে ১২ হাজার ডলার দেন সুলতান।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের পর ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় পঞ্চম-শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি সুলতান হাসানাল বোকাইয়াকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। ১৯৮৮ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সুলতান বোকাইয়া।
মাসে একবার চুল কাটান এই শাসক। আর এতেই তাঁর খরচ হয় ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা। বলা হচ্ছে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোকাইয়ার কথা। ছোট্ট দ্বীপদেশ ব্রুনাইয়ের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি দেশটির একাধিক মন্ত্রণালয়ের প্রধানও তিনি। বিশ্বজুড়ে যে কয়েকজন বেশি খরচ করেন, তাঁদের একজন বোকাইয়া।
ব্রুনাইয়ের সুলতানের সন্তান হওয়ার কারণে জন্ম থেকে ধনী বোকাইয়া। তাঁর জন্ম ১৫ জুলাই ১৯৪৬ সালে। তবে বাবা তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দিন ১০ সন্তানের মধ্যে তাঁকেই দেশ চালানোর দায়িত্ব দেন। ১৯৬৭ সালে ব্রুনাইয়ের সুলতান হন বোকাইয়া। দেশটির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষা শেষ করেন বোকাইয়া। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে যোগদান করেন তিনি। এরপর যুক্তরাজ্যের রয়্যাল অ্যাকাডেমি থেকে স্নাতক স্তরের ডিগ্রি লাভ করেন। এখন পর্যন্ত তিনটি বিয়ে করেছেন বোকাইয়া। ২০১২ সাল পর্যন্ত তাঁর পাঁচটি পুত্রসন্তান ও সাতটি কন্যাসন্তান রয়েছে বলে জানা যায়।
হটকারস রিপোর্ট নামে একটি ওয়েবসাইটের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, বোকাইয়ার মোট সম্পদের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার বা ২ লাখ ৫৮ হাজার ২৯ কোটি টাকা। ব্রুনাইয়ের ৯২তম সুলতানের ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। তার মধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি, সব মিলিয়ে যার মূল্য ৫০০ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।
ব্রুনাইয়ের সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। ওই প্রাসাদে রয়েছে ১ হাজার ৭০০ কক্ষ। ২৫৭টি বাথরুম। সঙ্গে পাঁচটি সুইমিং পুল। পাশাপাশি ১১০টি গ্যারেজ এবং ২০০ ঘোড়ার জন্য শীতাতপনিয়ন্ত্রিত আস্তাবলও।
বিলাসী সুলতান বোকাইয়া মাসে অন্তত একবার তাঁর চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ অন্তত তাঁর চুলের কায়দা ঠিক রাখতে খরচ পড়ে ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২১ হাজার টাকা—এই দাবি করেছে ন্ডিয়া টাইমস। লন্ডন থেকে আসেন তাঁর হেয়ারড্রেসার। তাঁকে বিমানভাড়া হিসেবে ১২ হাজার ডলার দেন সুলতান।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের পর ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় পঞ্চম-শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি সুলতান হাসানাল বোকাইয়াকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে। ১৯৮৮ সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন সুলতান বোকাইয়া।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১৫ মিনিট আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
২ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ ঘণ্টা আগে