অনলাইন ডেস্ক
ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চীন সাগরকে নিয়ে মানচিত্র প্রকাশ করেছিল চীন, যা প্রতিবেশী দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। এ নিয়ে ভারতসহ মোট চারটি দেশ চীনের নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের মানচিত্র হালনাগাদ করে চীন। মানচিত্রের ২০২৩ সালের সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত দ্বীপকেও নিজেদের বলে দাবি করা হয় নতুন মানচিত্রে।
পরে ভারত চীনের এই নতুন মানচিত্রের ব্যাপক সমালোচনা করে এবং তীব্র প্রতিবাদ জানায়। দেশটি নতুন এই মানচিত্রকে প্রত্যাখ্যান করে। এবার ভারতের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপাইন।
ভিয়েতনাম দেশটির সরকারি সংবাদ সংস্থায় প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে যে মানচিত্র প্রকাশ করেছে তা ভিয়েতনামের মালিকানাধীন স্প্রাটলি এবং প্যারাসেলস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলের জলসীমার ওপর চীনের অবৈধ হস্তক্ষেপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাঙ বলেছেন, এই মানচিত্র অবৈধ।
ভিয়েতনাম ছাড়াও ভারতও এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে। ফিলিপাইনের সরকার চীনের নতুন মানচিত্রকে স্বীকৃতি দেয়নি। পাশাপাশি মালয়েশিয়ার সরকারও চীনের এমন মানচিত্র প্রকাশের বিরোধিতা করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছে, বেইজিং মালয়েশিয়ার নিজ ভূখণ্ডের ওপর দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
বেইজিংয়ে সংবাদ সম্মেলনের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন সরকার আশা করে যে, সংশ্লিষ্ট পক্ষগুলো যেকোনো দাবির বিষয়ে বস্তুনিষ্ঠ থাকবে এবং বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা থেকে বিরত থাকবে।
গত ২৮ আগস্ট প্রকাশিত মানচিত্রটিতে অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বত বলে দাবি করা হয়েছে। আর বলা হয়েছে, ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধে আকসাই চিন নিজেদের ভূখণ্ডের অংশ করে নেওয়া হয়েছে। তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরকেও নতুন মানচিত্রে চীনা ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানচিত্রে দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশের মালিকানা দাবি করেছে চীন। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও দক্ষিণ চীন সাগর এলাকার মালিকানা দাবি করে। এই সাগরের নিয়ন্ত্রণ নিয়ে এই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বেশ পুরোনো।
ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চীন সাগরকে নিয়ে মানচিত্র প্রকাশ করেছিল চীন, যা প্রতিবেশী দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। এ নিয়ে ভারতসহ মোট চারটি দেশ চীনের নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের মানচিত্র হালনাগাদ করে চীন। মানচিত্রের ২০২৩ সালের সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত দ্বীপকেও নিজেদের বলে দাবি করা হয় নতুন মানচিত্রে।
পরে ভারত চীনের এই নতুন মানচিত্রের ব্যাপক সমালোচনা করে এবং তীব্র প্রতিবাদ জানায়। দেশটি নতুন এই মানচিত্রকে প্রত্যাখ্যান করে। এবার ভারতের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপাইন।
ভিয়েতনাম দেশটির সরকারি সংবাদ সংস্থায় প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে যে মানচিত্র প্রকাশ করেছে তা ভিয়েতনামের মালিকানাধীন স্প্রাটলি এবং প্যারাসেলস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলের জলসীমার ওপর চীনের অবৈধ হস্তক্ষেপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাঙ বলেছেন, এই মানচিত্র অবৈধ।
ভিয়েতনাম ছাড়াও ভারতও এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে। ফিলিপাইনের সরকার চীনের নতুন মানচিত্রকে স্বীকৃতি দেয়নি। পাশাপাশি মালয়েশিয়ার সরকারও চীনের এমন মানচিত্র প্রকাশের বিরোধিতা করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছে, বেইজিং মালয়েশিয়ার নিজ ভূখণ্ডের ওপর দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
বেইজিংয়ে সংবাদ সম্মেলনের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন সরকার আশা করে যে, সংশ্লিষ্ট পক্ষগুলো যেকোনো দাবির বিষয়ে বস্তুনিষ্ঠ থাকবে এবং বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা থেকে বিরত থাকবে।
গত ২৮ আগস্ট প্রকাশিত মানচিত্রটিতে অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বত বলে দাবি করা হয়েছে। আর বলা হয়েছে, ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধে আকসাই চিন নিজেদের ভূখণ্ডের অংশ করে নেওয়া হয়েছে। তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরকেও নতুন মানচিত্রে চীনা ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানচিত্রে দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশের মালিকানা দাবি করেছে চীন। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও দক্ষিণ চীন সাগর এলাকার মালিকানা দাবি করে। এই সাগরের নিয়ন্ত্রণ নিয়ে এই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বেশ পুরোনো।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে