অনলাইন ডেস্ক
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে। হুথিরা বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর স্থাপনাসহ জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে এই হামলার দাবি করে বলেন, ‘আমরা জেদ্দায় আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সারিয়ার বিবৃতিতে অসামঞ্জস্যতা রয়েছে। তাঁর বিবৃতিতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান দেখানো হয়েছে।
ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হামলার জন্য ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। তা ছাড়া হুথিরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়েছে।
এ ছাড়া তারা আরও বলেছে, গতকাল শনিবার ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এই অভিযানে ইয়েমেনের সানা, সাদা এবং মারিব প্রদেশের অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হয়েছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কয়েকটি শহরে ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে। হুথিরা বলছে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর স্থাপনাসহ জেদ্দা, রিয়াদ, আবহা, জিজান এবং নাজরান শহরে ১৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে।
গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সংবাদ সম্মেলনে এই হামলার দাবি করে বলেন, ‘আমরা জেদ্দায় আরামকোর শোধনাগারের পাশাপাশি রিয়াদ, জেদ্দা, আবহা, জিজান এবং নাজরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছি।’
তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সারিয়ার বিবৃতিতে অসামঞ্জস্যতা রয়েছে। তাঁর বিবৃতিতে জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দরের ভুল নাম এবং কিং খালিদ ঘাঁটির ভুল অবস্থান দেখানো হয়েছে।
ইয়েমেনে যুদ্ধরত সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বলেছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে হামলার জন্য ধেয়ে আসা তিনটি ড্রোন ধ্বংস করেছে। এ ছাড়া অন্য একটি ড্রোন ইয়েমেনের আকাশেই ধ্বংস করা হয়েছে। তা ছাড়া হুথিরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে এবং তা ইয়েমেনের ভৌগোলিক সীমানার মধ্যেই পড়েছে।
এ ছাড়া তারা আরও বলেছে, গতকাল শনিবার ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। এ সময় ১৩টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। এই অভিযানে ইয়েমেনের সানা, সাদা এবং মারিব প্রদেশের অস্ত্রের ডিপো, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনের যোগাযোগ ব্যবস্থায় আঘাত করা হয়েছে।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে