অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬৭৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৬৬ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৭৯ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯৮৫ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৩ হাজার কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৫৫ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১ হাজার ৪০০ কম।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ লাখ ৭৫ হাজার ৮০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৯ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ১২৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৯৯৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ১৫৩ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৯৬ জন।
এ ছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৯ লাখ ৯৩ হাজার ৯৩৭, রাশিয়ায় ৬১ লাখ ২৬ হাজার ৫৪১, যুক্তরাজ্যে ৫৬ লাখ ৯৭ হাজার ৯১২, ইতালিতে ৪৩ লাখ ১৭ হাজার ৪১৫, তুরস্কে ৫৬ লাখ ১ হাজার ৬০৮, স্পেনে ৪২ লাখ ৮০ হাজার ৪২৯, জার্মানিতে ৩৭ লাখ ৬৩ হাজার ২ ও মেক্সিকোতে ২৭ লাখ ৪১ হাজার ৯৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১১ হাজার ৬২২, রাশিয়ায় ১ লাখ ৫৩ হাজার ৮৭৪, যুক্তরাজ্যে ১ লাখ ২৯ হাজার ১৫৮, ইতালিতে ১ লাখ ২৭ হাজার ৯৪৯, তুরস্কে ৫০ হাজার ৯৩৪, স্পেনে ৮১ হাজার ২২১, জার্মানিতে ৯২ হাজার ৩৭ ও মেক্সিকোতে ২ লাখ ৩৮ হাজার ৩১৬ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬৭৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছেন ৩১ লাখ ৬৬ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ৮৩ হাজার ২৭৯ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯৮৫ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৩ হাজার কম। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৬৫৫ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১ হাজার ৪০০ কম।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৩০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ লাখ ৭৫ হাজার ৮০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৭৬২ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৯ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ হাজার ১২৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৬৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৯ হাজার ৯৯৯ জনের।
করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ১৫৩ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ১৪ লাখ ৯ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৯৬ জন।
এ ছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৯ লাখ ৯৩ হাজার ৯৩৭, রাশিয়ায় ৬১ লাখ ২৬ হাজার ৫৪১, যুক্তরাজ্যে ৫৬ লাখ ৯৭ হাজার ৯১২, ইতালিতে ৪৩ লাখ ১৭ হাজার ৪১৫, তুরস্কে ৫৬ লাখ ১ হাজার ৬০৮, স্পেনে ৪২ লাখ ৮০ হাজার ৪২৯, জার্মানিতে ৩৭ লাখ ৬৩ হাজার ২ ও মেক্সিকোতে ২৭ লাখ ৪১ হাজার ৯৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে ১ লাখ ১১ হাজার ৬২২, রাশিয়ায় ১ লাখ ৫৩ হাজার ৮৭৪, যুক্তরাজ্যে ১ লাখ ২৯ হাজার ১৫৮, ইতালিতে ১ লাখ ২৭ হাজার ৯৪৯, তুরস্কে ৫০ হাজার ৯৩৪, স্পেনে ৮১ হাজার ২২১, জার্মানিতে ৯২ হাজার ৩৭ ও মেক্সিকোতে ২ লাখ ৩৮ হাজার ৩১৬ জন মারা গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
গতকাল শুক্রবার ৪৮ তম কলকাতা বইমেলা ২০২৫–এর লোগো উদ্বোধন হয়। এবারের থিম জার্মান। আগামী ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন। তবে এবার ১ হাজার ৫০টি স্টলের মধ্যে বাংলাদেশি কোনো স্টল নেই। আগামী ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।
২৩ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল প্রস্তাব করেছেন, ইসরায়েলের সঙ্গে ইইউয়ের রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হোক। গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন অবমাননার জন্য এই পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি। গতকাল শুক্রবার এক ব্লগ পোস্টে এ
৩৯ মিনিট আগেবাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর এবং কোটি কোটি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করেছে। এমনটাই জানানো হয়েছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের (এআইপিসি) এক চিঠিতে। গত ১২ নভেম্বর ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে লেখা চিঠিতে এআইপিসির সভাপতি
২ ঘণ্টা আগেশিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে এ তদন্ত চলমান। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে, ন্যান্সি ওয়েনার এবং সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা। সুবাস কাপুর একজন প্রত্নসম্পদ ব্যবসায়ী, তাঁর নিউইয়র্ক গ্যালারির মাধ্যমে কোটি কোটি ডলার মূল্যের শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালিত হয়। দোষী সাব্যস্ত হওয়ায় তিনি ১০ বছরের কা
৩ ঘণ্টা আগে