অনলাইন ডেস্ক
ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ।
চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার।
ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়।
ভুটানের বিদেশি মুদ্রার রিজার্ভে টান পড়ছে। ফলে দক্ষিণ এশিয়ার এই দেশটি শিগগিরই অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিজার্ভ বাঁচাতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহকারী যান, এক্সকাভেটর ও বুলডোজারের মতো ভারী যান এবং কৃষি যন্ত্রপাতি ছাড়া সব যানবাহন আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভুটান।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করোনা মহামারি মোকাবিলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে নতুন বিপদ যোগ হয়েছে ইউক্রেন যুদ্ধ।
চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার।
ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবাহন আমদানির অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবস্থানের ওপর শুক্রবার থেকে কার্যকর হওয়া স্থগিতাদেশ সরকার ছয় মাসের মধ্যে পর্যালোচনা এবং সংশোধন করবে বলে জানিয়েছে ভুটানের অর্থ মন্ত্রণালয়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে