অনলাইন ডেস্ক
ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।
ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে, গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে। চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।
এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।
চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।
এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।
ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।
পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।
ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে, গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে। চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।
এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।
চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।
এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে