অনলাইন ডেস্ক
বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় একটি মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটিতে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশির সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে ৭ লাখ ১৩ হাজার ১৪৪ জন বিদেশি শিক্ষার্থী অবস্থান করছিল।
দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি অভিবাসন কৌশলের মাধ্যমে বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর রূপরেখা দিয়েছেন।
সম্প্রতি ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যার প্রতিক্রিয়ায় আলবেনিজ সরকার অভিবাসন পর্যালোচনায় কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার নতুন ভিসা নীতিতে বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় আরও বেশি রেটিং পেতে হবে এবং দেশটিতে থাকা কোনো বিদেশি শিক্ষার্থী ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে সেটি আরও বেশি যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি ভিসা আবেদনের সময় পড়াশোনাকে যারা অভিবাসনের সুযোগ হিসেবে নিয়েছে তাদের আটকাতে একটি ‘প্রকৃত শিক্ষার্থী পরীক্ষা’ পদ্ধতিও প্রবর্তন করতে যাচ্ছে।
এ অবস্থায় বর্তমানে অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থী থাকলেও সরকারি তথ্যে দেশটিতে ভিসা প্রত্যাখ্যানেরও একটি ঊর্ধ্বগতি প্রকাশ করা হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এর আগের তিন মাসে ৫০ হাজারের বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক শিক্ষা অস্ট্রেলিয়ার একটি উল্লেখযোগ্য রাজস্ব খাতও। ২০২৩ সালে এর মাধ্যমে দেশটি ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলার আয় করেছে বলেও উল্লেখ করেছে ইকোনমিক টাইমস।
বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় একটি মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটিতে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশির সংখ্যা বেড়ে হয়েছে ২৮ লাখ।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে ৭ লাখ ১৩ হাজার ১৪৪ জন বিদেশি শিক্ষার্থী অবস্থান করছিল।
দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একটি অভিবাসন কৌশলের মাধ্যমে বিদেশি শিক্ষার্থী ও অস্থায়ী অভিবাসীদের সংখ্যা কমানোর রূপরেখা দিয়েছেন।
সম্প্রতি ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যার প্রতিক্রিয়ায় আলবেনিজ সরকার অভিবাসন পর্যালোচনায় কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার নতুন ভিসা নীতিতে বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় আরও বেশি রেটিং পেতে হবে এবং দেশটিতে থাকা কোনো বিদেশি শিক্ষার্থী ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে সেটি আরও বেশি যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি ভিসা আবেদনের সময় পড়াশোনাকে যারা অভিবাসনের সুযোগ হিসেবে নিয়েছে তাদের আটকাতে একটি ‘প্রকৃত শিক্ষার্থী পরীক্ষা’ পদ্ধতিও প্রবর্তন করতে যাচ্ছে।
এ অবস্থায় বর্তমানে অস্ট্রেলিয়ায় রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থী থাকলেও সরকারি তথ্যে দেশটিতে ভিসা প্রত্যাখ্যানেরও একটি ঊর্ধ্বগতি প্রকাশ করা হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এর আগের তিন মাসে ৫০ হাজারের বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক শিক্ষা অস্ট্রেলিয়ার একটি উল্লেখযোগ্য রাজস্ব খাতও। ২০২৩ সালে এর মাধ্যমে দেশটি ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) ডলার আয় করেছে বলেও উল্লেখ করেছে ইকোনমিক টাইমস।
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
১৩ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১১ ঘণ্টা আগে