অনলাইন ডেস্ক
যুগে যুগে বিপ্লব-সংগ্রামের ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তরুণেরা। এর ব্যক্তিক্রম হচ্ছে না মিয়ানামারে চলমান জান্তাবিরোধী লড়াইয়েও। জান্তাবিরোধী পিপল’স ডিফেন্স ফোর্স বা গণ প্রতিরক্ষা বাহিনীর (পিডিএফ) সদস্যদের বড় অংশই তরুণ। অনলাইনেও জান্তাবিরোধী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন তরুণেরা। তাদের দমন করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
ইয়াঙ্গুনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর জান্তা বাহিনীর হাতে এ পর্যন্ত ২ হাজার ২ শ’র বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ শতাধিক তরুণ ও যুবক। যাদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। একই সময়ে আটক হয়েছে ১৫ হাজারের বেশি। আটকদের প্রায় এক-পঞ্চমাংশ বা ২ হাজার ৮০০ বা তারও বেশি একই বয়সের।
এএপিপির যুগ্ম সম্পাদক কো বো কি বলেন, ‘জান্তা নিজেদের প্রধান শক্র হিসেবে তরুণ ও যুবকদেরই টার্গেট করছে। এটা জান্তার হত্যা, ধরপাকড় এবং আটকের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, তরুণদের ওপর জান্তা যতই চড়াও হচ্ছে তরুণেরা নিজেদের লক্ষ্য অর্জনে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠছেন। তাঁরা আরও কৌশলী হচ্ছেন। তাঁদের মোকাবিলা করতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে জান্তা প্রশাসন।’
মিয়ানমারের সর্বদক্ষিণের শহর তানিনথারি বাসিন্দা হনিনন সি (২০) নামের এক তরুণী বলেন, ‘২০২১ সালে বিক্ষোভ শুরুর পর থেকেই আমি ফেসবুক সক্রিয় হয়ে উঠি। একটি পেজ খুলে জান্তাবিরোধী লড়াইয়ের নানা তথ্য ও খবর শেয়ার করতে থাকি। কিন্তু একপর্যায়ে আমার ওপর জান্তার নজর পড়ে। এরপর থেকে আমি সাবধান হই কিন্তু কাজ বন্ধ করিনি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটা চলবে।’
তবে ওয়াশিংটনভিত্তিক রেডিও ‘ফ্রি এশিয়া’র তথ্য মতে, অনলাইন তৎপরতার কারণে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০০ বা তারও বেশি তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে জান্তা নিয়ন্ত্রিত আদালতে অনেককে ৭ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তানিনথারির লংলোন টাউনশিপের জান্তাবিরোধী নেতা রেমন্ড বলেন, ‘দেখুন, অভ্যুত্থানের পর আমরা যখন বিক্ষোভ মিছিল করতাম তখন এতটা দমন-নিপীড়ন ছিল না। কিন্তু গত সাত-আট মাসে তা অনেক বেড়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তরুণ-তরুণীদের তথ্য নেওয়া হচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াইয়ে নতুনত্ব এসেছে। আমাদের সমর্থন বাড়ছে। জান্তার নিরাপত্তা বাহিনী বা প্রশাসনে আগের চেয়ে বেশি হামলা চালাতে পারছি আমরা। মিয়ানমারের আন্দোলন এখন সম্পূর্ণ গেরিলা পদ্ধতিতে চলছে।’
যুগে যুগে বিপ্লব-সংগ্রামের ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তরুণেরা। এর ব্যক্তিক্রম হচ্ছে না মিয়ানামারে চলমান জান্তাবিরোধী লড়াইয়েও। জান্তাবিরোধী পিপল’স ডিফেন্স ফোর্স বা গণ প্রতিরক্ষা বাহিনীর (পিডিএফ) সদস্যদের বড় অংশই তরুণ। অনলাইনেও জান্তাবিরোধী প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন তরুণেরা। তাদের দমন করতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
ইয়াঙ্গুনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের (এএপিপি) বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর জান্তা বাহিনীর হাতে এ পর্যন্ত ২ হাজার ২ শ’র বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৯ শতাধিক তরুণ ও যুবক। যাদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। একই সময়ে আটক হয়েছে ১৫ হাজারের বেশি। আটকদের প্রায় এক-পঞ্চমাংশ বা ২ হাজার ৮০০ বা তারও বেশি একই বয়সের।
এএপিপির যুগ্ম সম্পাদক কো বো কি বলেন, ‘জান্তা নিজেদের প্রধান শক্র হিসেবে তরুণ ও যুবকদেরই টার্গেট করছে। এটা জান্তার হত্যা, ধরপাকড় এবং আটকের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে, তরুণদের ওপর জান্তা যতই চড়াও হচ্ছে তরুণেরা নিজেদের লক্ষ্য অর্জনে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠছেন। তাঁরা আরও কৌশলী হচ্ছেন। তাঁদের মোকাবিলা করতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ হচ্ছে জান্তা প্রশাসন।’
মিয়ানমারের সর্বদক্ষিণের শহর তানিনথারি বাসিন্দা হনিনন সি (২০) নামের এক তরুণী বলেন, ‘২০২১ সালে বিক্ষোভ শুরুর পর থেকেই আমি ফেসবুক সক্রিয় হয়ে উঠি। একটি পেজ খুলে জান্তাবিরোধী লড়াইয়ের নানা তথ্য ও খবর শেয়ার করতে থাকি। কিন্তু একপর্যায়ে আমার ওপর জান্তার নজর পড়ে। এরপর থেকে আমি সাবধান হই কিন্তু কাজ বন্ধ করিনি। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এটা চলবে।’
তবে ওয়াশিংটনভিত্তিক রেডিও ‘ফ্রি এশিয়া’র তথ্য মতে, অনলাইন তৎপরতার কারণে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০০ বা তারও বেশি তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এরই মধ্যে জান্তা নিয়ন্ত্রিত আদালতে অনেককে ৭ থেকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তানিনথারির লংলোন টাউনশিপের জান্তাবিরোধী নেতা রেমন্ড বলেন, ‘দেখুন, অভ্যুত্থানের পর আমরা যখন বিক্ষোভ মিছিল করতাম তখন এতটা দমন-নিপীড়ন ছিল না। কিন্তু গত সাত-আট মাসে তা অনেক বেড়ে গিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তরুণ-তরুণীদের তথ্য নেওয়া হচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। লড়াইয়ে নতুনত্ব এসেছে। আমাদের সমর্থন বাড়ছে। জান্তার নিরাপত্তা বাহিনী বা প্রশাসনে আগের চেয়ে বেশি হামলা চালাতে পারছি আমরা। মিয়ানমারের আন্দোলন এখন সম্পূর্ণ গেরিলা পদ্ধতিতে চলছে।’
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
১ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৬ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে