অনলাইন ডেস্ক
সংবিধান সংশোধনের জন্য কাজাখস্তানের বিপুলসংখ্যক ভোটার গণভোটে অংশ নিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন, গণভোটে ৭৭ দশমিক ১৮ শতাংশ ভোট সংবিধান সংশোধনের পক্ষে পড়েছে। এরপর সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের পর এক ভাষণে প্রেসিডেন্ট কাসিম বলেন, ‘আমরা দেখলাম, নতুন এক কাজাখস্তান নির্মাণে সবাই কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে। যে আইন একটি ছোট গোষ্ঠীর হাতে দেশের অর্থ-সম্পদ কুক্ষিগত করার অনুমতি দিয়েছে, সেই আইন আমাদের অবশ্যই সংস্কার করতে হবে।’
গত জানুয়ারিতে মধ্য এশিয়ার এই দেশে ব্যাপক বিক্ষোভ ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তখন অভ্যুত্থান ঠেকিয়ে দিয়ে কিছু সংস্কার প্রস্তাব সামনে আনেন কাসিম তোকায়েভ। প্রস্তাবের মধ্যে তাঁর সাবেক পৃষ্ঠপোষক ৮১ বছর বয়সী নাজারবায়েভ ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার উল্লেখ ছিল।
তোকায়েভকে জানুয়ারির সংকটের আগে নাজারবায়েভ ও তাঁর অতি ধনী আত্মীয়দের ছত্রছায়ায় থাকা শাসক হিসেবে দেখা হতো। সেই তোকায়েভ এখন নাজারবায়েভ প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
নাজারবায়েভ কাজাখস্তানের একজন প্রভাবশালী নেতা। প্রেসিডেন্টের পদ ছাড়ার পরেও তিনি ‘এলবাসি’ বা ‘জাতির নেতা’ উপাধি অক্ষুণ্ন রেখেছেন। সংবিধান সংশোধন হলে নতুন সংবিধানে তিনি তাঁর উপাধি হারাবেন।
এদিকে গাজিজ আবিশেভ নামের একজন রাজনৈতিক বিশ্লেষক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যেহেতু নতুন সংবিধান এই মর্যাদাকে স্বীকার করে না, সুতরাং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এলবাসির যুগ শেষ হয়েছে।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
সংবিধান সংশোধনের জন্য কাজাখস্তানের বিপুলসংখ্যক ভোটার গণভোটে অংশ নিয়েছেন। দেশটির জাতীয় নির্বাচন কমিশনার বলেছেন, গণভোটে ৭৭ দশমিক ১৮ শতাংশ ভোট সংবিধান সংশোধনের পক্ষে পড়েছে। এরপর সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার এই গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের পর এক ভাষণে প্রেসিডেন্ট কাসিম বলেন, ‘আমরা দেখলাম, নতুন এক কাজাখস্তান নির্মাণে সবাই কীভাবে ঐক্যবদ্ধ হয়েছে। যে আইন একটি ছোট গোষ্ঠীর হাতে দেশের অর্থ-সম্পদ কুক্ষিগত করার অনুমতি দিয়েছে, সেই আইন আমাদের অবশ্যই সংস্কার করতে হবে।’
গত জানুয়ারিতে মধ্য এশিয়ার এই দেশে ব্যাপক বিক্ষোভ ও অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। তখন অভ্যুত্থান ঠেকিয়ে দিয়ে কিছু সংস্কার প্রস্তাব সামনে আনেন কাসিম তোকায়েভ। প্রস্তাবের মধ্যে তাঁর সাবেক পৃষ্ঠপোষক ৮১ বছর বয়সী নাজারবায়েভ ও তাঁর পরিবারের সদস্যদের সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার উল্লেখ ছিল।
তোকায়েভকে জানুয়ারির সংকটের আগে নাজারবায়েভ ও তাঁর অতি ধনী আত্মীয়দের ছত্রছায়ায় থাকা শাসক হিসেবে দেখা হতো। সেই তোকায়েভ এখন নাজারবায়েভ প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
নাজারবায়েভ কাজাখস্তানের একজন প্রভাবশালী নেতা। প্রেসিডেন্টের পদ ছাড়ার পরেও তিনি ‘এলবাসি’ বা ‘জাতির নেতা’ উপাধি অক্ষুণ্ন রেখেছেন। সংবিধান সংশোধন হলে নতুন সংবিধানে তিনি তাঁর উপাধি হারাবেন।
এদিকে গাজিজ আবিশেভ নামের একজন রাজনৈতিক বিশ্লেষক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘যেহেতু নতুন সংবিধান এই মর্যাদাকে স্বীকার করে না, সুতরাং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এলবাসির যুগ শেষ হয়েছে।’
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে