অনলাইন ডেস্ক
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় বিক্ষোভের ১০০ দিন পূর্তি হয়েছে গত রোববার। তুমুল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি চেষ্টা করছেন প্রেসিডেন্টের পদে স্থায়ী হতে। তবে, বিক্ষোভকারীদের দাবি, ‘রনিল আপনি আমাদের প্রেসিডেন্ট না। আজ বিক্ষোভের শততম দিন, ঘরে ফিরে যান রনিল।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এই তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা গত বছরের শেষের দিক থেকে তীব্র খাদ্য, জ্বালানি ও ওষুধ সংকটে ভুগছে। এই দুর্দশার জন্য সাধারণ মানুষ গোতাবায়ার সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করে আসছিল। তারই সূত্র ধরে, তাঁরা রাজাপক্ষের পদত্যাগের দাবিতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিক্ষোভের ডাক দেয়। ক্রমেই তা মাঠের আন্দোলনে রূপ নেয়।
সংখ্যালঘু তামিল ও মুসলিমরাও এই গণ-আন্দোলনে সংখ্যাগুরু সিংহলিদের সঙ্গে কাঁধে কাঁধ মেলায়। এতেই নড়ে ওঠে রাজাপক্ষে ভাইদের দুই দশকের শাসনের ভিত।
গত ৯ এপ্রিল মাত্র দুই দিনের বিক্ষোভের ডাক দেওয়া হয়। রাজাপক্ষের সরকারি দপ্তরের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এত বেশি মানুষ রাস্তায় নেমে আসবে তা কল্পনাও করতে পারেনি সরকার। অব্যাহত বিক্ষোভ–আন্দোলনের ফলাফল হিসেবে গত সপ্তাহের মঙ্গলবার রাতের আঁধারে গোতাবায়া মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে যান সিঙ্গাপুরে। পরে সেখান থেকেই গত বৃহস্পতিবার রাতে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
শ্রীলঙ্কার সংবিধান অনুসারেই প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রনিল রাজাপক্ষে ভাইদের ঘনিষ্ঠজন। গোতাবায়ার পদত্যাগের মধ্য দিয়ে রাজাপক্ষে ভাইদের শাসনের অবসান ঘটে। তবে তাঁদের আশীর্বাদপুষ্ট রনিল এখনো রয়ে গেছেন। বিক্ষোভকারীরা তাঁকে কোনোভাবেই চান না।
আন্দোলনকারীদের একজন প্রসাদ উইলিকুমবুরা বলেন, ‘রনিলকেও যেতে হবে। আমাদের বিক্ষোভ শততম পেরিয়ে গেছে। এরই মধ্যে বদল এসেছে অনেকটাই। তবে সিস্টেমের আমূল পরিবর্তন এখনো আসেনি। তা থেকে আমরা এখনো অনেক দূরে।’
বিক্ষোভকারীদের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা এখন রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে বিক্ষোভ ঘুরিয়ে দেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি।’
গোতাবায়া দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ছেড়ে দেয়। এখন রাজপথে বিক্ষোভকারীদের উপস্থিতি ততটা নেই। এর মধ্যে আগামী মঙ্গলবার পার্লামেন্টে প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। পরদিন হবে নির্বাচন। তাই আজ সোমবার থেকেই পার্লামেন্ট ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা।
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় বিক্ষোভের ১০০ দিন পূর্তি হয়েছে গত রোববার। তুমুল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি চেষ্টা করছেন প্রেসিডেন্টের পদে স্থায়ী হতে। তবে, বিক্ষোভকারীদের দাবি, ‘রনিল আপনি আমাদের প্রেসিডেন্ট না। আজ বিক্ষোভের শততম দিন, ঘরে ফিরে যান রনিল।’
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এই তথ্য জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কা গত বছরের শেষের দিক থেকে তীব্র খাদ্য, জ্বালানি ও ওষুধ সংকটে ভুগছে। এই দুর্দশার জন্য সাধারণ মানুষ গোতাবায়ার সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করে আসছিল। তারই সূত্র ধরে, তাঁরা রাজাপক্ষের পদত্যাগের দাবিতে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিক্ষোভের ডাক দেয়। ক্রমেই তা মাঠের আন্দোলনে রূপ নেয়।
সংখ্যালঘু তামিল ও মুসলিমরাও এই গণ-আন্দোলনে সংখ্যাগুরু সিংহলিদের সঙ্গে কাঁধে কাঁধ মেলায়। এতেই নড়ে ওঠে রাজাপক্ষে ভাইদের দুই দশকের শাসনের ভিত।
গত ৯ এপ্রিল মাত্র দুই দিনের বিক্ষোভের ডাক দেওয়া হয়। রাজাপক্ষের সরকারি দপ্তরের সামনে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এত বেশি মানুষ রাস্তায় নেমে আসবে তা কল্পনাও করতে পারেনি সরকার। অব্যাহত বিক্ষোভ–আন্দোলনের ফলাফল হিসেবে গত সপ্তাহের মঙ্গলবার রাতের আঁধারে গোতাবায়া মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে যান সিঙ্গাপুরে। পরে সেখান থেকেই গত বৃহস্পতিবার রাতে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
শ্রীলঙ্কার সংবিধান অনুসারেই প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন। নতুন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রনিল রাজাপক্ষে ভাইদের ঘনিষ্ঠজন। গোতাবায়ার পদত্যাগের মধ্য দিয়ে রাজাপক্ষে ভাইদের শাসনের অবসান ঘটে। তবে তাঁদের আশীর্বাদপুষ্ট রনিল এখনো রয়ে গেছেন। বিক্ষোভকারীরা তাঁকে কোনোভাবেই চান না।
আন্দোলনকারীদের একজন প্রসাদ উইলিকুমবুরা বলেন, ‘রনিলকেও যেতে হবে। আমাদের বিক্ষোভ শততম পেরিয়ে গেছে। এরই মধ্যে বদল এসেছে অনেকটাই। তবে সিস্টেমের আমূল পরিবর্তন এখনো আসেনি। তা থেকে আমরা এখনো অনেক দূরে।’
বিক্ষোভকারীদের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা এখন রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে বিক্ষোভ ঘুরিয়ে দেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি।’
গোতাবায়া দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ছেড়ে দেয়। এখন রাজপথে বিক্ষোভকারীদের উপস্থিতি ততটা নেই। এর মধ্যে আগামী মঙ্গলবার পার্লামেন্টে প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। পরদিন হবে নির্বাচন। তাই আজ সোমবার থেকেই পার্লামেন্ট ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে