অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৭ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১২ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে