অনলাইন ডেস্ক
চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। সবশেষ স্থানীয় সময় বুধবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বিবিসি জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার পরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সফরকালে উত্তর কোরিয়াকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন বাইডেন।
এদিকে জাপান জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এই সংখ্যা দুইয়ের বেশিও হতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রথমটি ৫৫০ কিলোমিটারের মতো উচ্চতায় উঠে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয়টি সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে পাড়ি দিয়েছে প্রায় ৭৫০ কিলোমিটার।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলবে’।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের ডাকা এক বৈঠকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাঁচ দিনের এই সফরে বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ায় যান। বাইডেনের সফরকালেই পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় দুই দেশের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে বৃহত্তর সামরিক মহড়া এবং প্রয়োজন পড়লে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কৌশলগত সম্পদ মোতায়েনের ব্যাপারে সম্মত হন। ‘উত্তর কোরিয়া যা-ই করুক, যুক্তরাষ্ট্র তার জন্য প্রস্তুত’ বলেও জানান বাইডেন।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, যখন মনে করা হচ্ছে দেশটিতে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর এই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে পিয়ংইয়ং।
চলতি বছরের শুরু থেকেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। সবশেষ স্থানীয় সময় বুধবার সকালে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বিবিসি জানায়, পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার পরপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। সফরকালে উত্তর কোরিয়াকে ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন বাইডেন।
এদিকে জাপান জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এই সংখ্যা দুইয়ের বেশিও হতে পারে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে প্রথমটি ৫৫০ কিলোমিটারের মতো উচ্চতায় উঠে প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, আর দ্বিতীয়টি সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উঠে পাড়ি দিয়েছে প্রায় ৭৫০ কিলোমিটার।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের এ পদক্ষেপ ‘আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলবে’।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা পরিষদের ডাকা এক বৈঠকে এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘গুরুতর উসকানি’ হিসেবে অভিহিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এশিয়া সফর শেষে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। পাঁচ দিনের এই সফরে বাইডেন জাপান ও দক্ষিণ কোরিয়ায় যান। বাইডেনের সফরকালেই পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন।
দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় দুই দেশের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাবে বৃহত্তর সামরিক মহড়া এবং প্রয়োজন পড়লে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আরও কৌশলগত সম্পদ মোতায়েনের ব্যাপারে সম্মত হন। ‘উত্তর কোরিয়া যা-ই করুক, যুক্তরাষ্ট্র তার জন্য প্রস্তুত’ বলেও জানান বাইডেন।
উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া এমন এক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, যখন মনে করা হচ্ছে দেশটিতে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। আর এই করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে পিয়ংইয়ং।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৫ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৬ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১০ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে