অনলাইন ডেস্ক
মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে।
কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা।
এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা।
এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৭ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১১ ঘণ্টা আগে