অনলাইন ডেস্ক
ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে হো চি মিন শহরের সব বাসিন্দাদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হো চি মিন শহরের নতুন ক্লাস্টার হয়ে উঠেছে। সম্প্রতি ওই মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ১২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, ভিয়েতনামের হো চি মিন এক কোটি ৩০ লাখ মানুষ বাস করেন। শহরটিতে প্রতিদিন এক লাখ করে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম সরকার। এই হিসেবে হো চি মিন শহরের সব বাসিন্দা পরীক্ষা শেষ করতে চার মাসের মতো সময় লেগে যেতে পারে।
এ ছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভিয়েতনামে ১৫ দিনের নতুন বিধিনিষেধও আরোপ করা হয়েছে। যা আজ সোমবার থেকে শুরু হবে। দোকান, রেস্তোরাঁ এবং সকল ধরনের ধর্মীয় কর্মকাণ্ড বন্ধ থাকবে। ১০ জনের বেশি মানুষ জড়ো হয় এমন ইভেন্টগুলো নিষিদ্ধ থাকবে।
ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।
ভিয়েতনামে এ পর্যন্ত সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭ জন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
২ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৭ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে