অনলাইন ডেস্ক
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মঙ্গলবার স্থগিতাদেশ আরোপ করেন মালয়েশিয়া হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান।
স্থগিতাদেশের জন্য খায়রুজ্জামানের আবেদন মঞ্জুর করতে গিয়ে জাইনি বলেছেন, ‘আমি শুনতে চাই না যে আমি যে আদালতের আদেশ দিয়েছি, তার বিরুদ্ধে তাঁকে নির্বাসিত করা হয়েছে।’
মূলত সাবেক এই বাংলাদেশি হাইকমিশনারের আইনজীবীদের দায়ের করা হেবিয়াস কর্পাস রিট আবেদনের পর এই আদেশ দেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অজ্ঞাত কারণে ৬৫ বছর বয়সী মোহাম্মদ খায়রুরুজ্জামানকে হাতে পেতে চায় বাংলাদেশ। কিন্তু খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে খায়রুজ্জামানের আইনজীবী এডমন্ড বন বলেন, ‘আমি আশা করি অভিবাসন বিভাগ বিষয়গুলো নিজের হাতে নেবে না।
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান এক দশকের বেশি সময় ধরে বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই মেজর ১৯৭৫ সালের জেলহত্যা মামলার আসামি ছিলেন। ১৯৭৫-পরবর্তী সময়ে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ১৯৭৬ সালে তাঁকে মিসরে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়। সেখানে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে বন্দী অবস্থায় কারাগারেই হত্যা করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং ২০০১ সাল পর্যন্ত এম খায়রুজ্জামান জেলে ছিলেন। এ সময় তাঁকে অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের আগে তিনি ফিলিপাইনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠনের পর এম খায়রুজ্জামানকে জামিনে মুক্তি দেওয়া হয়। ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৪ সালে জেলহত্যা মামলায় তিনি খালাস পান। এরপর এম খায়রুজ্জামানকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ২০০৫-এর সেপ্টেম্বর থেকে আগস্ট ২০০৬ পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর ২০০৭ সালের আগস্টে মালয়েশিয়ায় প্রথম শ্রেণির হাইকমিশনার হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে এম খায়রুজ্জামানকে হাইকমিশনার পদ থেকে সরিয়ে বাংলাদেশে ডেকে পাঠানো হয়।
এরপর থেকে তিনি জীবনের ঝুঁকি দেখিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করে আসছিলেন।
মোহাম্মদ খায়রুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশকে জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক হাইকমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর ওপর স্থগিতাদেশ আরোপ করা হয়েছে। আজ মঙ্গলবার মালয়েশিয়ার হাইকোর্ট দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মঞ্জুর করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।
ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মঙ্গলবার স্থগিতাদেশ আরোপ করেন মালয়েশিয়া হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাইনি মাজলান।
স্থগিতাদেশের জন্য খায়রুজ্জামানের আবেদন মঞ্জুর করতে গিয়ে জাইনি বলেছেন, ‘আমি শুনতে চাই না যে আমি যে আদালতের আদেশ দিয়েছি, তার বিরুদ্ধে তাঁকে নির্বাসিত করা হয়েছে।’
মূলত সাবেক এই বাংলাদেশি হাইকমিশনারের আইনজীবীদের দায়ের করা হেবিয়াস কর্পাস রিট আবেদনের পর এই আদেশ দেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অজ্ঞাত কারণে ৬৫ বছর বয়সী মোহাম্মদ খায়রুরুজ্জামানকে হাতে পেতে চায় বাংলাদেশ। কিন্তু খায়রুজ্জামানের স্ত্রী রিতা রহমান অভিযোগ করেছেন, বাংলাদেশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে খায়রুজ্জামানের আইনজীবী এডমন্ড বন বলেন, ‘আমি আশা করি অভিবাসন বিভাগ বিষয়গুলো নিজের হাতে নেবে না।
মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান এক দশকের বেশি সময় ধরে বসবাস করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই মেজর ১৯৭৫ সালের জেলহত্যা মামলার আসামি ছিলেন। ১৯৭৫-পরবর্তী সময়ে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ১৯৭৬ সালে তাঁকে মিসরে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়। সেখানে ১৯৮৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে বন্দী অবস্থায় কারাগারেই হত্যা করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং ২০০১ সাল পর্যন্ত এম খায়রুজ্জামান জেলে ছিলেন। এ সময় তাঁকে অবসরে পাঠানো হয়। গ্রেপ্তারের আগে তিনি ফিলিপাইনে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠনের পর এম খায়রুজ্জামানকে জামিনে মুক্তি দেওয়া হয়। ২০০৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৪ সালে জেলহত্যা মামলায় তিনি খালাস পান। এরপর এম খায়রুজ্জামানকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। ২০০৫-এর সেপ্টেম্বর থেকে আগস্ট ২০০৬ পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আর ২০০৭ সালের আগস্টে মালয়েশিয়ায় প্রথম শ্রেণির হাইকমিশনার হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে এম খায়রুজ্জামানকে হাইকমিশনার পদ থেকে সরিয়ে বাংলাদেশে ডেকে পাঠানো হয়।
এরপর থেকে তিনি জীবনের ঝুঁকি দেখিয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করে আসছিলেন।
মোহাম্মদ খায়রুজ্জামানকে গ্রেপ্তারের বিষয়টি গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশকে জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৩ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৫ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
৮ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে