অনলাইন ডেস্ক
আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
আসন্ন জি–২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সম্মেলন এই দুই নেতার উপস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইদাদো। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাগতিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো জানিয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন।
জোকো উইদাদো বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে জি–২০ সম্মেলনে যোগদানে আমন্ত্রণ জানিয়েছি।’ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়াকে জি–২০ সম্মেলনে যোগদানে বাধা দেওয়ার জন্য পশ্চিমা চাপের বিপরীতে একটি সমঝোতা হয়েছে। তারই সূত্র ধরে, জেলেনস্কিকে সম্মেলনে আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তাঁর ফোনালাপের সময় জি–২০ সম্মেলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘রাশিয়া এই বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জি–২০ শীর্ষ সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছে। তবে পুতিন ব্যক্তিগতভাবে সম্মেলনে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।’
প্রেসিডেন্ট জেলেনস্কিও এক টুইটে জানিয়েছেন, গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদাদোর সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি মানুষ—যাদের বেশির ভাগই নারী ও শিশু–বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দুই দেশের প্রতিনিধিরা বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।
৪ মিনিট আগেউত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৯ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে সঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৪ ঘণ্টা আগে