অনলাইন ডেস্ক
দেশে ফেরার পরপরই বিমানবন্দর থেকেই জেলে নেওয়া হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। কিন্তু জেলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কারা কর্তৃপক্ষ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর রক্তচাপ এবং হৃদ্রোগ সংক্রান্ত জটিলতা বিবেচনায় নিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দীর্ঘ ১৫ বছর পর দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। কিন্তু খুব বেশিক্ষণ মুক্ত থাকার সৌভাগ্য হয়নি তাঁর। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া আট বছরের কারাদণ্ডাদেশ নিয়ে সরাসরি ব্যাংককের কারাগারে যেতে হয়েছে।
থাকসিন ব্যক্তিগত বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ আদালতে। সেখানে চারটি মামলার শুনানি শেষে আদালত তাঁকে আট বছরের কারাদণ্ড দেন। দণ্ডাদেশ শেষে তাঁকে নেওয়া হয় ব্যাংককের একটি কারাগারে।
তবে গ্রেপ্তারের আগে অল্প কিছু সময় তিনি তাঁর তিন সন্তানের সঙ্গে দেখা করেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। বিমানবন্দরে তাঁকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন। তাঁদের অধিকাংশই থাকসিনের মেয়ের নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির নেতা-কর্মী।
টেলিকম ব্যবসায়ের মাধ্যমে দেশটির শীর্ষ ধনকুবের বনে যান থাকসিন সিনাওয়াত্রা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। অবশ্য মাঝে একবার ২০০৮ সালে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। এরই মধ্যে থাকসিনের অনুপস্থিতিতেই সুপ্রিম কোর্ট তাঁকে চারটি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেন।
দেশে ফেরার পরপরই বিমানবন্দর থেকেই জেলে নেওয়া হয় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। কিন্তু জেলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কারা কর্তৃপক্ষ আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর রক্তচাপ এবং হৃদ্রোগ সংক্রান্ত জটিলতা বিবেচনায় নিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে দীর্ঘ ১৫ বছর পর দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। কিন্তু খুব বেশিক্ষণ মুক্ত থাকার সৌভাগ্য হয়নি তাঁর। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া আট বছরের কারাদণ্ডাদেশ নিয়ে সরাসরি ব্যাংককের কারাগারে যেতে হয়েছে।
থাকসিন ব্যক্তিগত বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করার পরপরই সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ আদালতে। সেখানে চারটি মামলার শুনানি শেষে আদালত তাঁকে আট বছরের কারাদণ্ড দেন। দণ্ডাদেশ শেষে তাঁকে নেওয়া হয় ব্যাংককের একটি কারাগারে।
তবে গ্রেপ্তারের আগে অল্প কিছু সময় তিনি তাঁর তিন সন্তানের সঙ্গে দেখা করেন এবং ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। বিমানবন্দরে তাঁকে বরণ করে নিতে বিমানবন্দরে হাজারো মানুষ সমবেত হয়েছিলেন। তাঁদের অধিকাংশই থাকসিনের মেয়ের নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির নেতা-কর্মী।
টেলিকম ব্যবসায়ের মাধ্যমে দেশটির শীর্ষ ধনকুবের বনে যান থাকসিন সিনাওয়াত্রা। ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি দেশের বাইরে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। অবশ্য মাঝে একবার ২০০৮ সালে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। এরই মধ্যে থাকসিনের অনুপস্থিতিতেই সুপ্রিম কোর্ট তাঁকে চারটি মামলায় ১২ বছরের কারাদণ্ড দেন।
ভারতের ইন্টারনেট সেবা উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে জিস্যাট ২০ কৃত্রিম উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
১ ঘণ্টা আগেইউটিউবে ‘রডিকুলাস’ নামে নিজের একটি পডকাস্টে দৈনন্দিন জীবন নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাসিন্দা রোসানা পানসিনো। পাঁচ বছর আগে লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা গিয়েছিলেন। এবার তিনি মৃত বাবার ছাইভস্ম গাঁজার সঙ্গে মিশিয়ে ধূমপান করে উড়িয়ে দিয়েছেন।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নির্মিত দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মাটিতে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এই সিদ্ধান্তের জের ধরে ইতিমধ্যেই মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
১৫ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত একটি স্বদেশি মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রাজ্যের দামোহ জেলার একটি মাঠে আয়োজিত ওই মেলায় অংশ নিতে গিলে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে তাঁদের বের করে দেয় কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগে