অনলাইন ডেস্ক
আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’
আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’
এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।
প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।
আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’
আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’
এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।
প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৪২ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
৩ ঘণ্টা আগে