অভিবাসী কোটা জালিয়াতি: মালয়েশিয়ায় বাংলাদেশি ভিআইপি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০০: ১৯
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৫: ৪৭
ভুয়া প্রজেক্ট দেখিয়ে অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) একজন বাংলাদেশি ভিআইপিকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রায় ৪০ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় হিসেবে ‘পরিচালক’ ও ‘ভিআইপি’ উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর এমএসিসির পরিচালক আলিয়াস সলিম।

ফ্রি মালয়েশিয়া টাইমস বলছে, অস্তিত্বহীন দুটি প্রকল্পের জন্য ৬০০ প্রবাসী কর্মী নিয়োগের কোটার বিপরীতে কর মওকুফের আবেদন করেন বাংলাদেশি এই ভিআইপি। মওকুফের আবেদনের করের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ রিঙ্গিত।

এমএসিসির স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধানে করে জানতে পারেন, ওই ব্যক্তির উল্লেখিত প্রজেক্ট ভুয়া। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত। তিনি এখন কারাগারে আছেন।

ফ্রি মালয়েশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ওই ব্যক্তি অভিবাসী কোটা কর মওকুফের আবেদন করেছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত