অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অস্ত্র পরীক্ষাগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল।
মধ্যরাতে ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।
ওয়াশিংটন ও সিউলের বার্ষিক সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই এই সম্মিলিত মহড়াকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলছে, গতকাল বুধবার রাতে প্রধান কমান্ড সেন্টার ও অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পারমাণবিক হামলার মহড়া হিসেবে এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। বারবার সতর্ক করার পরও যারা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো সামরিক হুমকি দিয়ে আমাদের চ্যালেঞ্জ করে ‘এ মহড়ার উদ্দেশ্য সেসব শত্রুদের স্পষ্ট বার্তা দেওয়া’।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এটিকে প্রকাশ্যে দক্ষিণ কোরিয়ায় হামলার ইচ্ছা প্রকাশ বলে অভিহিত করে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ মহড়া শুধু জাপানেরই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে। সর্বশেষ অস্ত্র পরীক্ষা করা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্য অনুসারে, এ সামরিক মহড়ায় অন্তত একটি ইউএস–বি১বি কৌশলগত বোমারু বিমান কোরিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও কিম জং উন বারবার দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র ও আরও অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে। ২০২২ সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর পিয়ংইয়ং এ বছরও এই মহড়া জারি রেখেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম।
সম্প্রতি কয়েক মাসে দেশটি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।
এদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং সফরে যান। সেখানে তাঁকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মন্ত্রী সের্গেই শোইগু এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ অস্ত্র পরীক্ষাগুলো ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছিল।
মধ্যরাতে ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।
ওয়াশিংটন ও সিউলের বার্ষিক সামরিক মহড়ার সময় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই এই সম্মিলিত মহড়াকে যুক্তরাষ্ট্রের যুদ্ধের মহড়া বলে নিন্দা জানিয়ে আসছে।
উত্তর কোরিয়ার সেনাবাহিনী বলছে, গতকাল বুধবার রাতে প্রধান কমান্ড সেন্টার ও অপারেশনাল এয়ারফিল্ডে কৌশলগত পারমাণবিক হামলার মহড়া হিসেবে এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। বারবার সতর্ক করার পরও যারা কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো সামরিক হুমকি দিয়ে আমাদের চ্যালেঞ্জ করে ‘এ মহড়ার উদ্দেশ্য সেসব শত্রুদের স্পষ্ট বার্তা দেওয়া’।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এটিকে প্রকাশ্যে দক্ষিণ কোরিয়ায় হামলার ইচ্ছা প্রকাশ বলে অভিহিত করে পিয়ংইয়ংয়ের তীব্র নিন্দা জানিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এ মহড়া শুধু জাপানেরই নয় বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
উত্তর কোরিয়া এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা করেছে। সর্বশেষ অস্ত্র পরীক্ষা করা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১১ দিনব্যাপী উলচি ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শেষ হওয়ার একদিন আগে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের তথ্য অনুসারে, এ সামরিক মহড়ায় অন্তত একটি ইউএস–বি১বি কৌশলগত বোমারু বিমান কোরিয়া উপদ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে।
জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও কিম জং উন বারবার দেশটির পারমাণবিক যুদ্ধাস্ত্র ও আরও অধিক শক্তিশালী অস্ত্র তৈরি বৃদ্ধি করেছে। ২০২২ সালে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের পর পিয়ংইয়ং এ বছরও এই মহড়া জারি রেখেছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে ভূখণ্ডে পৌঁছাতেও সক্ষম।
সম্প্রতি কয়েক মাসে দেশটি দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করার চেষ্টা করে ব্যর্থ হয় উত্তর কোরিয়া।
এদিকে গতকাল বুধবার যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অনেকখানি এগিয়ে নিয়েছে রাশিয়া। গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ং সফরে যান। সেখানে তাঁকে উত্তর কোরিয়ার অস্ত্রাগার দেখানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মন্ত্রী সের্গেই শোইগু এই সফরে উত্তর কোরিয়াকে অস্ত্র ও গোলাবারুদ বিক্রিতে রাজি করানোর চেষ্টা করেছেন।
ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ পিয়ংইয়ং বারবারই অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
৮ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ দেবেন। তিনি বলেছেন, সাবেক এই ডেমোক্র্যাট নেতা (কেনেডি জুনিয়র) এই পদে থেকে ‘ক্ষতিকর রাসায়নিক ও দূষণ থেকে সবার সুরক্ষা নিশ্চিত ক
২ ঘণ্টা আগেস্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো পাকিস্তানি মালবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়েছে। গতকাল বুধবার পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভেড়ে। নানা কারণেই পাকিস্তানি মালবাহী জাহাজটির বাংলাদেশের বন্দরে ভেড়ার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। আর এই ঐতিহাসিক বিষয়টি নিয়ে উদ্বিগ্
২ ঘণ্টা আগেতুলসী গ্যাবার্ডকে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে বেছে নিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তুলসী গ্যাবার্ড কে? নিয়োগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে জাতীয় গোয়েন্দা পরিচালক হওয়া প্রথম হিন্দু নারী। সাবেক এই মার্কিন সেনা একসময় রাজনীতি করেছ
১১ ঘণ্টা আগে