অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো গণমাধ্যমকর্মীকে এত লম্বা কারাদণ্ড দেওয়া হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়, রাখাইনে সাইক্লোন মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন করার সময় গ্রেপ্তার হন দ্য মিয়ানমার নাও নামে সংবাদমাধ্যমের ফটোসাংবাদিক সাই জাউ থাইকে। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই সাই জাউকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত মে মাসে সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহত হন কয়েক ডজন মানুষ। দুর্যোগটি সম্পর্কে প্রতিবেদন করায় সাই জাউয়ের বিরুদ্ধে আনা হয় চারটি অভিযোগ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের অভিযোগ।
মিয়ানমার নাও এর সম্পাদক সোয়ে উইন বলেছেন, এই বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, সামরিক সরকারের অধীনে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারে স্বাধীন সাংবাদিকদের তাদের পেশাগত কাজের জন্য কতটা চড়া মূল্য দিতে হয়, তারও প্রমাণ এই বিচার।
মিয়ানমার নাও জানিয়েছে, সাই জাউয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে অবগত নয় তারা। বিচারের আগে পরিবার এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাকে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত সর্বশেষ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয় সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৩ নম্বরে আছে মিয়ানমার।
ওয়াচডগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের কারাগারে বর্তমানে বন্দী আছেন ৬৯ জন সাংবাদিক।
ঘূর্ণিঝড় মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো গণমাধ্যমকর্মীকে এত লম্বা কারাদণ্ড দেওয়া হয়নি।
আল জাজিরার খবরে বলা হয়, রাখাইনে সাইক্লোন মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন করার সময় গ্রেপ্তার হন দ্য মিয়ানমার নাও নামে সংবাদমাধ্যমের ফটোসাংবাদিক সাই জাউ থাইকে। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই সাই জাউকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
গত মে মাসে সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহত হন কয়েক ডজন মানুষ। দুর্যোগটি সম্পর্কে প্রতিবেদন করায় সাই জাউয়ের বিরুদ্ধে আনা হয় চারটি অভিযোগ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের অভিযোগ।
মিয়ানমার নাও এর সম্পাদক সোয়ে উইন বলেছেন, এই বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, সামরিক সরকারের অধীনে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারে স্বাধীন সাংবাদিকদের তাদের পেশাগত কাজের জন্য কতটা চড়া মূল্য দিতে হয়, তারও প্রমাণ এই বিচার।
মিয়ানমার নাও জানিয়েছে, সাই জাউয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে অবগত নয় তারা। বিচারের আগে পরিবার এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাকে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত সর্বশেষ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয় সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৩ নম্বরে আছে মিয়ানমার।
ওয়াচডগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের কারাগারে বর্তমানে বন্দী আছেন ৬৯ জন সাংবাদিক।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
১ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
২ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৩ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
৩ ঘণ্টা আগে