অনলাইন ডেস্ক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় ২০২২ সালের এই দিনে, অর্থাৎ ৮ জুলাই। জাপানের নারা শহরে রাজনৈতিক একটি সভায় বক্তব্য দেওয়ার সময় দুবার গুলি করা হয় তাঁকে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই মৃত্যু হয় তাঁর। তবে শিনজো আবেই একমাত্র প্রধানমন্ত্রী নন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকের এই দিনে পাঠকদের জানাব হত্যাকাণ্ডের শিকার জাপানি প্রধানমন্ত্রীদের গল্প।
১৯০৯ সালে কোরীয় এক নাগরিকের গুলিতে মৃত্যু হয় ইতো হিরোবুমির। তিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। বর্তমানে চীনের অন্তর্গত হারবিন রেলওয়ে স্টেশনে মাঞ্চুরিয়ায় রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় গুলি করা হয় তাঁকে।
তারপর যে জাপানি প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হন, তিনি তাকাশি হারা। ১৯২১ সালের ৪ নভেম্বর টোকিও স্টেশনে এক হতাশাগ্রস্ত রেলশ্রমিকের ছুরিকাঘাতে নিহত হন ৬৫ বছর বয়স্ক তাকাশি হারা। কিয়োটোয় দলের একটি সম্মেলনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। তাঁকে হত্যা করা নাকোয়াকা কনিচি বিশ্বাস করতেন হারা দুর্নীতিগ্রস্ত এবং সর্বজনীন ভোটাধিকার পাস করার পরিকল্পনা করছেন।
তবে ১৯৩০-এর দশকে কয়েকটি হত্যাকাণ্ড ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী পদটিকেই রীতিমতো ঝুঁকিপূর্ণ করে তোলে।
জাপানের প্রধানমন্ত্রী হামাগুচি ওসাচি ১৯৩০ সালে অতি ডানপন্থী গোষ্ঠী আইকোকুশার একটি হত্যাপ্রচেষ্টায় আহত হন। এই ক্ষতের কারণেই মারা যান পরের বছর, অর্থাৎ ১৯৩১ সালে।
এদিকে ইনোকাই তসিয়োশি হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন কেবল ছয় মাস। ১১ জন তরুণ নৌ কর্মকর্তা অতর্কিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তাঁকে গুলি করে মারেন। তারিখটা ছিল ১৯৩২ সালের ১৫ মে। ইনোকাই সামরিক শক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী খুন হন ৭৬ বছর বয়সে।
এদিকে ১৯২১-২২ সালে জাপানের প্রধানমন্ত্রী থাকা তাকাশি করেকিও খুন হন ১৯৩৬ সালে। রাজনৈতিক জীবনের পর ব্যাংক অব জাপানে কাজ করছিলেন তিনি এবং বেশ কয়েকটি বিতর্কিত নীতি প্রবর্তন করেন। তবে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত এবং জাপানি সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতাকেই মূলত তাঁর হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর ২০২২-এ আবের হত্যাকাণ্ডের আগে আর কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের পরিণতির শিকার হতে হয়নি। তবে গুলি বা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে ঠিকই।
১৯৬০ সালের জুলাইয়ে আবের নানা ও জাপানের ওই সময়ের প্রধানমন্ত্রী নবুসুকে কিশির বাম ঊরুতে ছয় বার ছুরিকাঘাত করা হয়। ডানপন্থী এক অধিকারকর্মী তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর অফিসের বাইরে। ৬৪ বছর বয়স্ক নবুসুকের এ ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলেও বেঁচে যান। ১৯৮৭ সালে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
৩০ মে, ১৯৯৪। মোরিহিরো হোসোকাওয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র এক মাসের মাথায় গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। একজন ডানপন্থী চরমপন্থী শিনজুকু হোটেলের লবিতে কেবল কয়েক মিটার দূর থেকে হোসোকাওয়াকে লক্ষ্য করে গুলি চালান। বুলেটটি সিলিংয়ে আঘাত হানে এবং হোসোকাওয়া অক্ষত থাকেন।
আবার ফিরে আসা যাক শিনজো আবের হত্যাকাণ্ডে। এ সময় সন্দেহভাজন হিসেবে তেতসুয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঘরে তৈরি একটি আগ্নেয়াস্ত্র দিয়ে আবেকে গুলি করার কথা শিকার করেন।
ইয়ামাগামি পরে তদন্তকারীদের বলেছেন যে তিনি ইউনিফিকেশন চার্চের (ইউসি) বিরুদ্ধে ক্ষোভের কারণে আবেকে গুলি করেছিলেন। এই নতুন ধর্মীয় আন্দোলনের সঙ্গে আবে ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল। ২০০২ সালে ইয়াগামির মা বিপুল সম্পত্তি ইউসিকে দিয়ে দেন। এতে একরকম পথে বসতে হয় ইয়ামাগামিদের।
সূত্র: এবিসি, স্ট্রেট টাইমস, বিবিসি, উইকিপিডিয়া
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয় ২০২২ সালের এই দিনে, অর্থাৎ ৮ জুলাই। জাপানের নারা শহরে রাজনৈতিক একটি সভায় বক্তব্য দেওয়ার সময় দুবার গুলি করা হয় তাঁকে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই মৃত্যু হয় তাঁর। তবে শিনজো আবেই একমাত্র প্রধানমন্ত্রী নন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজকের এই দিনে পাঠকদের জানাব হত্যাকাণ্ডের শিকার জাপানি প্রধানমন্ত্রীদের গল্প।
১৯০৯ সালে কোরীয় এক নাগরিকের গুলিতে মৃত্যু হয় ইতো হিরোবুমির। তিনি ছিলেন জাপানের প্রথম প্রধানমন্ত্রী। বর্তমানে চীনের অন্তর্গত হারবিন রেলওয়ে স্টেশনে মাঞ্চুরিয়ায় রাশিয়ার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় গুলি করা হয় তাঁকে।
তারপর যে জাপানি প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের শিকার হন, তিনি তাকাশি হারা। ১৯২১ সালের ৪ নভেম্বর টোকিও স্টেশনে এক হতাশাগ্রস্ত রেলশ্রমিকের ছুরিকাঘাতে নিহত হন ৬৫ বছর বয়স্ক তাকাশি হারা। কিয়োটোয় দলের একটি সম্মেলনে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। তাঁকে হত্যা করা নাকোয়াকা কনিচি বিশ্বাস করতেন হারা দুর্নীতিগ্রস্ত এবং সর্বজনীন ভোটাধিকার পাস করার পরিকল্পনা করছেন।
তবে ১৯৩০-এর দশকে কয়েকটি হত্যাকাণ্ড ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী পদটিকেই রীতিমতো ঝুঁকিপূর্ণ করে তোলে।
জাপানের প্রধানমন্ত্রী হামাগুচি ওসাচি ১৯৩০ সালে অতি ডানপন্থী গোষ্ঠী আইকোকুশার একটি হত্যাপ্রচেষ্টায় আহত হন। এই ক্ষতের কারণেই মারা যান পরের বছর, অর্থাৎ ১৯৩১ সালে।
এদিকে ইনোকাই তসিয়োশি হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে প্রধানমন্ত্রীর পদে থাকতে পারেন কেবল ছয় মাস। ১১ জন তরুণ নৌ কর্মকর্তা অতর্কিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে তাঁকে গুলি করে মারেন। তারিখটা ছিল ১৯৩২ সালের ১৫ মে। ইনোকাই সামরিক শক্তির লাগাম টেনে ধরার চেষ্টা করছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী খুন হন ৭৬ বছর বয়সে।
এদিকে ১৯২১-২২ সালে জাপানের প্রধানমন্ত্রী থাকা তাকাশি করেকিও খুন হন ১৯৩৬ সালে। রাজনৈতিক জীবনের পর ব্যাংক অব জাপানে কাজ করছিলেন তিনি এবং বেশ কয়েকটি বিতর্কিত নীতি প্রবর্তন করেন। তবে সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত এবং জাপানি সামরিক বাহিনীর মধ্যে অস্থিরতাকেই মূলত তাঁর হত্যাকাণ্ডের কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর ২০২২-এ আবের হত্যাকাণ্ডের আগে আর কোনো প্রধানমন্ত্রীকে এ ধরনের পরিণতির শিকার হতে হয়নি। তবে গুলি বা ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে ঠিকই।
১৯৬০ সালের জুলাইয়ে আবের নানা ও জাপানের ওই সময়ের প্রধানমন্ত্রী নবুসুকে কিশির বাম ঊরুতে ছয় বার ছুরিকাঘাত করা হয়। ডানপন্থী এক অধিকারকর্মী তাঁকে আক্রমণ করেন প্রধানমন্ত্রীর অফিসের বাইরে। ৬৪ বছর বয়স্ক নবুসুকের এ ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলেও বেঁচে যান। ১৯৮৭ সালে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
৩০ মে, ১৯৯৪। মোরিহিরো হোসোকাওয়া প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র এক মাসের মাথায় গুলি ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। একজন ডানপন্থী চরমপন্থী শিনজুকু হোটেলের লবিতে কেবল কয়েক মিটার দূর থেকে হোসোকাওয়াকে লক্ষ্য করে গুলি চালান। বুলেটটি সিলিংয়ে আঘাত হানে এবং হোসোকাওয়া অক্ষত থাকেন।
আবার ফিরে আসা যাক শিনজো আবের হত্যাকাণ্ডে। এ সময় সন্দেহভাজন হিসেবে তেতসুয়া ইয়ামাগামি নামে ৪১ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ঘরে তৈরি একটি আগ্নেয়াস্ত্র দিয়ে আবেকে গুলি করার কথা শিকার করেন।
ইয়ামাগামি পরে তদন্তকারীদের বলেছেন যে তিনি ইউনিফিকেশন চার্চের (ইউসি) বিরুদ্ধে ক্ষোভের কারণে আবেকে গুলি করেছিলেন। এই নতুন ধর্মীয় আন্দোলনের সঙ্গে আবে ও তাঁর পরিবারের সম্পর্ক ছিল। ২০০২ সালে ইয়াগামির মা বিপুল সম্পত্তি ইউসিকে দিয়ে দেন। এতে একরকম পথে বসতে হয় ইয়ামাগামিদের।
সূত্র: এবিসি, স্ট্রেট টাইমস, বিবিসি, উইকিপিডিয়া
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
১ মিনিট আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী ড্রোনের ব্যাপক উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন স্থানে এমন ড্রোনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে সামরিক মতবাদেও দ্রুত পরিবর্তন আনা প্রয়োজন। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ—এর বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯ / ১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের
২ ঘণ্টা আগে