অনলাইন ডেস্ক
অলিম্পিক লরেল পুরস্কার জিতেছেন বাংলাদেশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধনকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথম অলিম্পিক লরেল পুরস্কার চালু হয়। সেবার কেনিয়া অলিম্পিক কমিটির চেয়ারম্যান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। দ্বিতীয় ব্যাপ্তি হিসেবে ড. ইউনূস এ সম্মানজনক পুরস্কারটি পেলেন। খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে বিস্তৃত অবদানের কারণে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। তাঁর প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা ‘ইউনুস স্পোর্টস হাব’-এর মাধ্যমে সংস্থাটি খেলাধুলার মাধ্যমে উন্নয়নের তত্ত্বকে উৎসাহ দেয়।
ফেসবুকের ওই পোস্টে ইউনূস লিখেন, 'এই পদকটি পেয়ে আমি সম্মানিত ও আনন্দিত। এই পদকটি আমার কাছে অত্যন্ত বিশেষ একটি পুরস্কার।' আইওসি খেলাধুলার সামাজিক দিকগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও উল্লেখ করা হয়। বিশ্বকে বদলে দিতে ক্রীড়াবিদেরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খেলাধুলার মধ্য দিয়ে পৃথিবীকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার চেষ্টা করে যাওয়ায় আইওসিকেও ধন্যবাদ জানান ড. ইউনূস।
পৃথিবীতে তিনটি জিরো (০) বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান এ নোবেলজয়ী অর্থনীতিবিদ। এগুলো হচ্ছে—কার্বন নিঃসরণ শূন্য, দারিদ্র্য শূন্যের কোটায় নিয়ে যাওয়া এবং উদ্যোক্তা গঠনের মাধ্যমে বেকারত্বকে শূন্যের কোটায় নিয়ে যাওয়া।
প্রসঙ্গত, ৮১ বছর বয়সী ইউনূস ১৯৮০ দশকে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণদাতাদের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
অলিম্পিক লরেল পুরস্কার জিতেছেন বাংলাদেশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের ‘টোকিও অলিম্পিক-২০২০’ আসরের শুভ উদ্বোধনকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন। ড. মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০১৬ সালে রিও অলিম্পিকে প্রথম অলিম্পিক লরেল পুরস্কার চালু হয়। সেবার কেনিয়া অলিম্পিক কমিটির চেয়ারম্যান কিপ কেইনো। তিনি নিজ দেশে শিশুদের জন্য একটি বাড়ি, একটি স্কুল এবং একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। দ্বিতীয় ব্যাপ্তি হিসেবে ড. ইউনূস এ সম্মানজনক পুরস্কারটি পেলেন। খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে বিস্তৃত অবদানের কারণে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। তাঁর প্রতিষ্ঠিত সামাজিক সংস্থা ‘ইউনুস স্পোর্টস হাব’-এর মাধ্যমে সংস্থাটি খেলাধুলার মাধ্যমে উন্নয়নের তত্ত্বকে উৎসাহ দেয়।
ফেসবুকের ওই পোস্টে ইউনূস লিখেন, 'এই পদকটি পেয়ে আমি সম্মানিত ও আনন্দিত। এই পদকটি আমার কাছে অত্যন্ত বিশেষ একটি পুরস্কার।' আইওসি খেলাধুলার সামাজিক দিকগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও উল্লেখ করা হয়। বিশ্বকে বদলে দিতে ক্রীড়াবিদেরা ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খেলাধুলার মধ্য দিয়ে পৃথিবীকে ইতিবাচকভাবে বদলে দেওয়ার চেষ্টা করে যাওয়ায় আইওসিকেও ধন্যবাদ জানান ড. ইউনূস।
পৃথিবীতে তিনটি জিরো (০) বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান এ নোবেলজয়ী অর্থনীতিবিদ। এগুলো হচ্ছে—কার্বন নিঃসরণ শূন্য, দারিদ্র্য শূন্যের কোটায় নিয়ে যাওয়া এবং উদ্যোক্তা গঠনের মাধ্যমে বেকারত্বকে শূন্যের কোটায় নিয়ে যাওয়া।
প্রসঙ্গত, ৮১ বছর বয়সী ইউনূস ১৯৮০ দশকে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণদাতাদের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৮ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৯ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১৩ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে