অনলাইন ডেস্ক
শিংতাও বিয়ার চীনের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। স্বল্প অ্যালকোহলযুক্ত এই পানীয়র ভক্তরা এবার একটু নড়েচড়ে বসবেন। কারণ কথা-কাটাকাটির জের ধরে শিংতাও বিয়ার কোম্পানিটির এক কর্মী বিয়ারের একটি বড় চৌবাচ্চায় মূত্র বিসর্জন করে ফেলেছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র বিসর্জনের ঘটনাটি গত মাসে ঘটলেও এর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, ভাইরাল ওই ভিডিওটির ভিউ ইতিমধ্যে কোটি ছাড়িয়ে গেছে।
এই ঘটনায় ওই কর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে কোম্পানি। শেনডং প্রদেশের পিংডু কাউন্টিতে ওই কোম্পানির কারখানা অবস্থিত। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে ওই কারখানার কর্তাব্যক্তিরা জানান, ঘটনার সময় একটি চৌবাচ্চা থেকে কন্টেইনারবাহী ট্রাকে বিয়ার স্থানান্তরে সাহায্য করছিলেন অভিযুক্ত কর্মী। কিন্তু কুই নামের সেই কর্মী একপর্যায়ে ট্রাকের চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
কোম্পানিটি দাবি করেছে, তর্কের জের ধরে কুই যখন চৌবাচ্চার মধ্যে প্রস্রাব করে দেন—ততক্ষণে ওই পাত্রটি খালি হয়ে গিয়েছিল।
কুইয়ের ওই কর্মকাণ্ড ট্রাক চালকের ক্যামেরায় ধরা পড়ে। পরে তিনি এই ভিডিও টিকটকের চীনা সংস্করণ ডুইনে ছেড়ে দেন।
শিংতাও কোম্পানি জানিয়েছে, প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনা কুই ওই কারখানার কোনো সরাসরি কর্মচারী নন। অন্য একটি পরিষেবা কোম্পানির হয়ে তিনি শিংতাও কারখানায় নিযুক্ত হয়েছিলেন।
পানীয়টির ভোক্তাদের উদ্দেশে কোম্পানি জানিয়েছে, ওই ঘটনার আগে পরে উৎপাদিত বিয়ারের বেশ কয়েকটি ব্যাচ তারা বাতিল করে দিয়েছেন। তাই ভক্তরা এটি নির্দ্বিধায় পান করতে পারবেন।
শিংতাও বিয়ার চীনের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। স্বল্প অ্যালকোহলযুক্ত এই পানীয়র ভক্তরা এবার একটু নড়েচড়ে বসবেন। কারণ কথা-কাটাকাটির জের ধরে শিংতাও বিয়ার কোম্পানিটির এক কর্মী বিয়ারের একটি বড় চৌবাচ্চায় মূত্র বিসর্জন করে ফেলেছেন।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূত্র বিসর্জনের ঘটনাটি গত মাসে ঘটলেও এর একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। শুধু তাই নয়, ভাইরাল ওই ভিডিওটির ভিউ ইতিমধ্যে কোটি ছাড়িয়ে গেছে।
এই ঘটনায় ওই কর্মীকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে কোম্পানি। শেনডং প্রদেশের পিংডু কাউন্টিতে ওই কোম্পানির কারখানা অবস্থিত। চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইবুতে ওই কারখানার কর্তাব্যক্তিরা জানান, ঘটনার সময় একটি চৌবাচ্চা থেকে কন্টেইনারবাহী ট্রাকে বিয়ার স্থানান্তরে সাহায্য করছিলেন অভিযুক্ত কর্মী। কিন্তু কুই নামের সেই কর্মী একপর্যায়ে ট্রাকের চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
কোম্পানিটি দাবি করেছে, তর্কের জের ধরে কুই যখন চৌবাচ্চার মধ্যে প্রস্রাব করে দেন—ততক্ষণে ওই পাত্রটি খালি হয়ে গিয়েছিল।
কুইয়ের ওই কর্মকাণ্ড ট্রাক চালকের ক্যামেরায় ধরা পড়ে। পরে তিনি এই ভিডিও টিকটকের চীনা সংস্করণ ডুইনে ছেড়ে দেন।
শিংতাও কোম্পানি জানিয়েছে, প্রশাসনিকভাবে শাস্তির আওতায় আনা কুই ওই কারখানার কোনো সরাসরি কর্মচারী নন। অন্য একটি পরিষেবা কোম্পানির হয়ে তিনি শিংতাও কারখানায় নিযুক্ত হয়েছিলেন।
পানীয়টির ভোক্তাদের উদ্দেশে কোম্পানি জানিয়েছে, ওই ঘটনার আগে পরে উৎপাদিত বিয়ারের বেশ কয়েকটি ব্যাচ তারা বাতিল করে দিয়েছেন। তাই ভক্তরা এটি নির্দ্বিধায় পান করতে পারবেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে বামপন্থী দল ন্যাশনাল পিপল পাওয়ার (এনপিপি) আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই জয়ের মার্ক্সবাদী প্রেসিডেন্ট দিসানায়েকে কঠোর ব্যয় সংকোচন নীতি শিথিল করার জন্য ম্যান্ডেট পেয়েছেন
৩৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে তাঁরা সাক্ষাৎ করেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ইরানের দুটি সূত্রের বরাত দিয়ে
২ ঘণ্টা আগেইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়
৩ ঘণ্টা আগেচিকিৎসার জন্য ২০০৭ সালে ভারতের আসামে গিয়েছিল বাংলাদেশের সিলেটের এক পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে পরিবারের এক মেয়ে স্থানীয় এক যুবকের প্রেমে পড়ে। শেষমেশ তাঁকে বিয়ে করে সেখানেই থেকে যান তিনি। তবে তাঁর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ কখনোই প্রশস্ত ছিল না। ২০১৯ সালে বিজেপি সরকার হিন্দুস
৪ ঘণ্টা আগে