অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত প্রচেষ্টার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মুনের এমন প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। তবে উত্তর কোরিয়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মুন জে ইন বলেন, তাঁর সরকার শেষ পর্যন্ত আন্ত-কোরীয় সম্পর্ক স্বাভাবিককরণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি অপরিবর্তনীয় পথ অনুসরণ করবে। এ ছাড়া তিনি তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় জোর চেষ্টা চালাবেন।
চলতি বছরের মে মাসে মুনের প্রেসিডেন্ট মেয়াদের ৫ বছর শেষ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করি পরবর্তী দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় যারা আসবেন তাঁরাও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
কিন্তু ইংরেজি নববর্ষ শুরুর আগে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ব্যাপারে কিছুই বলেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের আলোচনার ব্যাপারেও কিছু জানাননি।
২০১৮ ও ২০১৯ সালে মুন কিমের সঙ্গে পিয়ংইয়ংসহ একাধিক শীর্ষ বৈঠক করেছিলেন। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের কার্যক্রম এবং শত্রুভাবাপন্ন নীতির কারণে ভেস্তে যায়। তারপরও মুন কোরীয় যুদ্ধের ফলে দুই কোরিয়ার মধ্যে তৈরি হওয়া বৈরী সম্পর্কের অবসান ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় চূড়ান্ত প্রচেষ্টার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মুনের এমন প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে। তবে উত্তর কোরিয়া এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মুন জে ইন বলেন, তাঁর সরকার শেষ পর্যন্ত আন্ত-কোরীয় সম্পর্ক স্বাভাবিককরণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একটি অপরিবর্তনীয় পথ অনুসরণ করবে। এ ছাড়া তিনি তাঁর প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়ে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় জোর চেষ্টা চালাবেন।
চলতি বছরের মে মাসে মুনের প্রেসিডেন্ট মেয়াদের ৫ বছর শেষ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করি পরবর্তী দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় যারা আসবেন তাঁরাও এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন।’
কিন্তু ইংরেজি নববর্ষ শুরুর আগে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি আলোচনা বা কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির ব্যাপারে কিছুই বলেননি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্রের আলোচনার ব্যাপারেও কিছু জানাননি।
২০১৮ ও ২০১৯ সালে মুন কিমের সঙ্গে পিয়ংইয়ংসহ একাধিক শীর্ষ বৈঠক করেছিলেন। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের কার্যক্রম এবং শত্রুভাবাপন্ন নীতির কারণে ভেস্তে যায়। তারপরও মুন কোরীয় যুদ্ধের ফলে দুই কোরিয়ার মধ্যে তৈরি হওয়া বৈরী সম্পর্কের অবসান ঘটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উত্তর-পূর্ব লেবাননের একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। আজ শুক্রবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি
৬ ঘণ্টা আগেস্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
৮ ঘণ্টা আগেঅপ্রাপ্তবয়স্ক নারী হলেও সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে যৌনসঙ্গম ধর্ষণ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। আইন অনুযায়ী এ ক্ষেত্রে সম্মতিকে বৈধতার জন্য যুক্তি হিসেবে প্রদর্শন গ্রহণযোগ্য হবে না।
১১ ঘণ্টা আগেএখন থেকে মহানবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। অতিরিক্ত ভিড় থেকে মসজিদের কার্যক্রম বিঘ্ন হওয়া ঠেকাতে এবং ঐতিহাসিক স্থাপত্য সংরক্ষণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে